গুচ্ছের ভর্তি পরীক্ষা জাতীয় নির্বাচনের আগে নাকি পরে—যখন জানা যাবে

১০ অক্টোবর ২০২৫, ০৯:৪১ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ PM
গুচ্ছের ভর্তি পরীক্ষা

গুচ্ছের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তাছাড়া সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও নির্ধারণ হয়েছে। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে শিগ্‌গির বসতে যাচ্ছেন আয়োজক কমিটিতে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৯টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে এবার এর সংখ্যা বাড়তে পারে। চলতি মাসের মাঝামাঝি সময়ে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। এরপরেই সভায় বসবেন উপাচার্যরা। তবে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই পরীক্ষা আয়োজনের দিনক্ষণ নির্ধারণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন উপাচার্যরা। যদিও জাতীয় নির্বাচনের আগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীরা সেশনজটে পড়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানতে চাইলে আজ শুক্রবার (১০ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘২০২৪-২৫ এর গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। আমি গত বছরের গুচ্ছের টেকনিক্যাল কমিটির হেড ছিলাম। বিগত সময়ের তুলনায় এবারের গুচ্ছের কার্যক্রম অনেক আগে শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা বিতর্কের ঊর্ধ্বে আছি।’

তিনি বলেন, ‘২০২৫-২৬ সেশনে গুচ্ছ ভর্তি কার্যক্রম শুরুর অপেক্ষায়, এ মাসের ৩য় সপ্তাহেই একটা মিটিং হওয়ার কথা রয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি গত বছরের গুচ্ছ ভর্তি কার্যক্রমের সভাপতি ছিলেন, তিনি দ্রুত একটা মিটিং করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছের কে আহ্বায়ক হবেন, সেটার সিলেকশন দেবেন। পাশাপাশি কোন কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসছে, সে বিষয়টিও আলোচনা হবে এবং ইউজিসি-শিক্ষা মন্ত্রণালয়ের সাথেও মিটিং হবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি জাতীয় নির্বাচনের আগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীরা অনেকটা ঝামেলামুক্ত হবে। এতে শিক্ষার্থীদের ৩/৪ মাস বেঁচে যাবে।’

জানা গেছে, মেডিকেল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের আগেই নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও এ সময়ের মধ্যে হতে পারে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির আগে পরীক্ষা নেওয়ার মতো আর তেমন সময় না থাকলে। সবকিছু বিবেচনায় নির্বাচনের পর আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে এ পরীক্ষা নেওয়া হতে পারে। কেননা এরই মাঝে রমজান মাসও আছে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তিতে এবার কতটা প্রভাব ফেলবে জিপিএ-৫?

বিষয়টি নিয়ে সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। নির্বাচনের আগে মেডিকেলসহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে। সে বিবেচনায় নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। মার্চ-এপ্রিলের দিকে এ পরীক্ষা হতে পারে।’ গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া ৫ বিশ্ববিদ্যালয় আবার ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা শিগ্‌গির একটি সশরীরে মিটিং করব, সম্ভবত ইউজিসিতে। মিটিং শেষে পরবর্তী কার্যক্রম ও দায়িত্ব বণ্টন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকের পর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য জানা যাবে। চলতি মাসেই মিটিংটি করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘এর আগে যে পাঁচটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছিল, সরকার চায় তারা আবার ফিরে আসুক। এ বিষয়ে সরকার উদ্যোগ নেবে বলেও আশা করছি। একই সঙ্গে নতুন যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি অনুমতি পেয়েছে, তারাও গুচ্ছ ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা করছি।’

ইউএপিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই শিক্ষক বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের ব্ল্যাকমেইলিং সহ্য করবে না ইউরোপ: ডেনিশ প্রধানমন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন …
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১
  • ১৯ জানুয়ারি ২০২৬
সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9