‘শিক্ষার্থীদের মানবসম্পদে রূপান্তর করতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিরলস কাজ করে যাচ্ছে’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ  © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের মানবসম্পদে রূপান্তর করতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষা বিস্তারে সিলেবাস সংস্কার, আইসিটি ও ইংরেজিকে বাধ্যতামূলক করা, শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সদরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা যাতে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সে জন্য আধুনিক ও সময়োপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। অধিভুক্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থীর সার্বিক উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা করবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজিব আল মাহমুদ। স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাজিম উদ্দিন আহমেদ।

এতে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী জেলার অধিভুক্ত ১৮২টি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence