জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ ফি বৃদ্ধি, শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
- শেরপুর প্রতিনিধি
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ এর কাছে নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি বৃদ্ধিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারা শিক্ষার্থী বান্ধব ও সহনশীল ফি নির্ধারণ, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকা, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন–‘অযৌক্তিক ফি বৃদ্ধি মানি না, মানবো না’, ‘ফি বৃদ্ধি প্রত্যাহার করো, করতে হবে’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন।’
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গতবছর যেখানে বিভিন্ন বিভাগের ফি ছিল ২২০০–২৩০০ টাকা, এ বছর তা বেড়ে ৩৩০০–৩৫০০ টাকা হয়েছে। তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের সন্তান। হঠাৎ ফি বৃদ্ধির কারণে অনেকে ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার মান উন্নয়ন না করে ফি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। তাই তারা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাওন (রসায়ন), শহিদুল্লাহ (প্রাণিবিদ্যা), তৃশা (উদ্ভিদবিদ্যা), ফয়সাল (রসায়ন) ও নুরুল আমিন (ইসলামের ইতিহাস)। এছাড়া সিনিয়র শিক্ষার্থী রবিউল, রাব্বি এবং কলেজের সিনিয়র ও জুনিয়র অনেকেই উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ বলেন, ‘শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে।’