সেকেন্ড টাইমের সুযোগ থাকছে সাত কলেজে, ঈদের পর ভর্তি আবেদন

২৮ মে ২০২৫, ০৯:৪৬ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ১০:০০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

আসন্ন ঈদুল আজহার পর ঢাকার সাত সরকারি কলেজে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে পারে। একইসঙ্গে পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভর্তি পরীক্ষায় পেনাল্টিসহ ‘সেকেন্ড টাইম’ পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হচ্ছে। আজ বুধবার (২৮ মে) সাত কলেজ প্রশাসনের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, প্রথমবারের মতো আলাদা ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি। এজন্য পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে। ফলে আমরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার ওপর নির্ভরশীল। এ কারণে ইউজিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসনের মধ্যে সমন্বয় দরকার। এসব বিষয় সমাধানের পর ঈদের পরে ভর্তি আবেদনের ঘোষণা আসবে।

সূত্র আরও জানায়, এ বছর থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সাত কলেজের জন্য আলাদা বাজেট ঘোষণা করা হবে। এই বাজেট থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। মাস্টাররোলে নিয়োজিতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, যেগুলো বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।

এ বিষয়ে সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ২ বা ৩ নম্বর পেনাল্টির বিষয়টি বিবেচনায় নিচ্ছি। তবে আসন সংখ্যা কমানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন দাবি এসেছে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা খুব দেরি হয়ে গেছে। আমরা আমাদের কাজ খুব দ্রুত করার চেষ্টা করছি। তবে ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে আমাদের কাজ করতে হচ্ছে। পরীক্ষায় ঢাবির সহযোগিতা আমাদের লাগবে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা নিয়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষরের সিদ্ধান্ত ৭২ ঘণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কতজন টিকলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের ৪ দিনের সফরসূচি ঘোষণা
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলা ভিত্তিক ফল দেখুন এখানে
  • ২১ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদ থেকে ছাড় পেল না বিএনপি
  • ২১ জানুয়ারি ২০২৬