‘সিলেটে শত শত মাইক, আমাদের মাত্র তিনটি দিয়ে জনসভা চলছে’

২২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ PM
বক্তব্য রাখছেন জামায়াত নেতা মোবরক হোসাইন

বক্তব্য রাখছেন জামায়াত নেতা মোবরক হোসাইন © সংগৃহীত ও সম্পাদিত

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন। রাজধানীতে জামায়াত আমিরের নির্বাচনী জনসভায় তিনটির বেশি মাইক ব্যবহারের অনুমতি না দিলেও সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় ‘শত শত মাইক’ ব্যবহারের অভিযোগ করেছেন তিনি। এই ধরনের ‘বৈষম্য’ বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই জামায়াত নেতা।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এমন অভিযোগ করেন তিনি।

নির্বাচন ব্যাহত করতে অপতৎরতা চলছে উল্লেখ করে মোবারক হোসাইন বলেন, কয়েকদিন ধরে এই এলাকার সন্ত্রাসীরা নির্বাচন কার্যক্রমকে ব্যাহত করার জন্য নানা ধরনের অপতৎরতা চালাচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় কালকে প্রতিবাদ সভার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছি, কোনো অপতৎরতা আগামীর নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। তিনি বলেন, অনেকে উশৃঙ্খলতা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা ১২ তারিখ পর্যন্ত ধৈর্য সহকারে সকল শক্তির মোকাবেলা করব।

নির্বাচন কমিশনের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন। আজকে সকাল পর্যন্ত অনেক কার্যক্রম থেকে আপনারা বাধা দিয়েছেন। মাইক লাগাতে নিষেধ করেছেন। তিনটি মাইক দিয়ে এত বিশাল জনসভা চালানোর কথা বলেছেন। অথচ সিলেটে শত শত মাইক দিয়ে অনুষ্ঠান চলছে। এই ধরনের বৈষম্য আমরা আর বরদাশত করব না।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জাতীয় নেতা। উনার সকল প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামের মতই হতে হবে। নইলে আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোনো বৈষম্য বরদাশত করব না। এ সময় ঢাকা-১৫ নির্বাচনী আসনের ভোটারদের উদ্দেশ্যে করে ‘ভবিষ্যত প্রধানমন্ত্রী’ এই আসন থেকেই নির্বাচিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এক্ষেত্রে জনসভায় তিনটির বেশি মাইক ব্যবহার না করার বিধিবিধান রয়েছে নির্বাচনী আচরণ বিধিমালায়।

সাবজেক্ট র‍্যাংকিংস ২০২৬-এ বাংলাদেশে শীর্ষে এনএসইউ
  • ২২ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্…
  • ২২ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে শিক্ষার্থীদের টোল লাগবে না: ডাকসু
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
  • ২২ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬