মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করছেন সুলতান সালাউদ্দিন টুকু © টিডিসি
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও দলটির মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে অবস্থিত ভাসানীর মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন টাঙ্গাইল সদরের সংসদ সদস্য। তিনি উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও গণমানুষের নেতা। সাধারণ মানুষ তাকে সম্মানের চোখে হুজুর নামে ডাকত।’
তিনি বলেন, ‘মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছিলেন। সেই ঐতিহ্যকে ধারণ করেই ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু করলাম।’
টুকু বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আজ গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে।আগামীদিনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও গণতন্ত্রের পূর্ণাঙ্গ রূপ ফিরে পাবে, ইনশাআল্লাহ।’
আগামী দিনে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই একটি নতুন টাঙ্গাইল উপহার দেব, ইনশাআল্লাহ।’
.jpg)
টকু বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য সদ্য প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জিয়াউর রহমানের মন্ত্রীসভার সাবেক ধর্মমন্ত্রী সাবেক সংসদ আব্দুর রহমান এবং আমার বাবা-মা এবং চাচা-চাচিসহ টাঙ্গাইলের পীর-মাশায়েখদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমি নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি।
আমি টাঙ্গাইল-৫ আসনের নির্বাচনী যাত্রা শুরু করতে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানাই পরম করুণাময় আল্লাহ আমাকে কামিয়াবী করেন। আমি যেন টাঙ্গাইল সদর-৫ গণমানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি।
তিনি বলেন, আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থনা করছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আরও দোয়ার প্রার্থনা করছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে কবুল করেন।
এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।