সমাবেশে মঞ্চে তারেক রহমানের পাশেই বসা স্ত্রী ডা. জুবাইদা রহমান © টিডিসি
সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে শুরু হয় বিএনপির নির্বাচনী প্রচার। এ সমাবেশে মঞ্চে তারেক রহমানের পাশেই বসা ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। ডা. জুবাইদা সিলেটেরই সন্তান।
দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান যখন সভাস্থলে আসেন একই সময়ে তার সাথে আসে জুবাইদা রহমান। সভা চালাকালে সারাক্ষণ মঞ্চে বসে থাকলেও সমাবেশে বক্তব্য রাখেননি তিনি। তবে একাধিকবার তারেক রহমানের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
এর আগে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান সেখানেও পাশে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। এ ছাড়া গত রাতে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতেও সঙ্গে ছিলেন জুবাইদা। পরে স্বামী তারেক রহমানকে নিয়ে বাবার বাড়ি দক্ষিণ সুরমার জলালপুরে যান জুবাইদা রহমান। প্রায় ২১ বছর পর কাল শ্বশুরবাড়ি গেলেন তারেক রহমান।