অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে বিএমডিসিরি শোকজ

১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫১ PM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০২ PM
ডা. এসএম খালিদুজ্জামান

ডা. এসএম খালিদুজ্জামান © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধিত নয়, এমন ডিগ্রি ব্যবহারের অভিযোগে জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন এই নোটিশ দিয়েছেন। এতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ডা. খালিদুজ্জামানকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এসএম খালিদুজ্জামান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

বিষয়টি রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন। তিনি বলেন, আমাদের কাছে একটা অভিযোগ এসেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা ভেরিফিকেশন করে দেখেছি, উনার এমবিবিএসের পর অতিরিক্ত কোনো ডিগ্রি বিএমডিসিতে নিবন্ধিত না। সেটাই উনাকে জানানো হয়েছে, উনার সপক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা-১৭ আসনের জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথমত একজন এমবিবিএস পাস ডাক্তার কনফিডেন্ট ফিল করলে হি অর শি ক্যান ডু এভরিথিং। দ্বিতীয়ত আমার যে সাবজেক্টটা, সেটা শুধুমাত্র বিদেশেই আছে। বিদেশেও খুব কম দেশেই আছে। সেখান থেকে ডিগ্রি করা। আর বাংলাদেশে এই কাজের যা কিছু হয়, তার ৮০ ভাগ আমার হাসপাতালেই হয়, আমিই করি। আমার যে কাজ, এই কাজের যে সাক্সেস আছে, সেটার ২০ শতাংশও অন্য ডাক্তারদের কাছে নেই। এটা আমি ওপেন চ্যালেঞ্জ করছি।

তিনি বলেন, আমার কোনো পরিচয়পত্রে এমন ডিগ্রি ব্যবহার করা হয়নি। আমার পরিচালিত বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালেও এমন ডিগ্রি ব্যবহার করা হয়নি। তবে একটি প্রমোশনাল ভিডিওতে এই ডিগ্রি ব্যবহারের বিষয়টি আমার নজরে এসেছে, এটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের ভুলে হয়েছে। এটি গুরুতর কিছু না। আর যেহেতু ডিগ্রিটি বাংলাদেশে নাই, এটা অনুমোদনের জন্য আমরা বিএমডিসিতে আবেদন করব।

তবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে হেয় প্রতিপন্ন করতে এ ‘পন্থা’ বেছে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন ডা. খালিদুজ্জামান। তিনি বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা হচ্ছে। এটা তারা পলিটিক্যাল কারণে... যেমন শাকসু নির্বাচন স্থগিত। কোনো দিকে কোনো কূল না পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ঘাড়ের ওপর বন্দুক রেখে তারা কাজ করার চেষ্টা করছে। তেমনি স্রেফ পলিটিক্যাল কারণে তারা এটা করছে।’

এসএম খালিদুজ্জামানকে দেওয়া শোকজ নোটিশে বলা হয়েছে, আপনার প্রচার পত্রে নামের পার্শ্বে এমএসসি ইন ক্লিনিক্যাল এমব্রায়োলোজি অ্যান্ড প্রি-ইমপ্ল্যানটেশন জেনেটিক্স (ভারত) ডিগ্রি উল্লেখপূর্বক চিকিৎসা কার্য পরিচালনা করছেন। এই মর্মে আপনার প্রচারপত্রের কপিসহ আবদুল কাদের নামে একজন কাউন্সিলকে অবগত করেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয়, এরূপ ডিগ্রি ব্যবহার রোগীর সাথে চিকিৎসকের প্রতারণার শামিল। এ ধরনের ডিগ্রি ব্যবহার স্পষ্টতই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

এতে বলা হয়, আপনার ডিগ্রি, যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়— তা ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে এবং বিএমডিসি থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক পত্রপ্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে (রেজিস্ট্রার) লিখিতভাবে অবহিত করার জন্য জানানো হল।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ধারা-১৩ অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাইরে অবস্থিত কোন মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারী কোন ব্যক্তি বাংলাদেশে ওই ডিগ্রি ব্যবহার করতে চাইলে তা কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে।

আইনের ধারা-২৯(১) এ বলা হয়েছে, নিবন্ধনকৃত কোন মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোন নাম, পদবি, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করবেন না, যার ফলে তার কোন অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে বলে কেউ মনে করতে পারে— যদি না তা কোন স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হয়ে থাকে। ২৯(২) ধারায় এ অপরাধে ৩ বছর কারাদণ্ড বা এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। অপরাধ অব্যাহত থাকলে প্রতিটি পুনরাবৃত্তির জন্য অতিরিক্ত অন্যূন ৫০ হাজার টাকা অর্থ দণ্ড দেওয়া হবে।

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9