১০ দলীয় জোট © ফাইল ছবি
১০ দলীয় জোটের বাকি থাকা ৪৭ আসনে দুই-এক দিনের মধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া ১০ দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের বিষয়েও ভাবা হচ্ছে বলে জানান তিনি। রবিবার (১৮ জানুয়ারি) মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি সামনে আনেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী জোটে না আসায় ফাঁকা থাকা ৪৭ আসনে ১০ দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে দু-এক দিনের মধ্যেই। ২২ জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু হবে। ১০ ফেব্রুয়ারির মধ্যেই প্রচার শেষ হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ১০ দলের ২৫৩ আসনে সমঝোতা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ ও খেলাফত মজলিস ১০টি আসন পেয়েছে। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাতটি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তিনটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দুটি ও নেজাম ইসলাম পার্টি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আরও পড়ুন: ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ চলতি মাসেই
গত শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, ১০ দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না তার দল। এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে। বাকি ৩২টি আসনে দলের নীতি-আদর্শের সঙ্গে মিল থাকা সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন।