ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান © সংগৃহীত
জুলাই বিক্রি করে এক পয়সার অনধিকার চর্চা করেননি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আজ সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছেন তিনি।
আবিদুল ইসলাম খান লিখেছেন, ‘দায়িত্ব নিয়ে বলছি, এখনও পর্যন্ত জুলাই চেতনাকে বিক্রি করে এ রাষ্ট্রে এক পয়সারও অনধিকার চর্চা করিনি। বিশ্বাস রাখুন, ভবিষ্যতেও করব না। দুঃখজনক হলেও তিক্ত সত্য যে, জুলাই ফ্রন্টলাইনার মেক্সিমাম তরুণ সহযোদ্ধাসহ তাদের লোকজনেরা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সকল স্তরে সব ধরনের দখলদারিত্ব চালিয়েছেন।’
ফলশ্রুতিতে তাদের নৈতিকতার যে অনিবার্য পরাজয়, সেটা ঘটে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের সময় এসেছে, এখন নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় জনতার মুখোমুখি না হয়ে কেউ কেউ আবার নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনতার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে ক্ষমতার লোভ হাসিনাকে কোথায় নামিয়েছে, নিশ্চয়ই ভুলে যাননি।’
আরও পড়ুন: শাকসু নির্বাচন স্থগিত
আবিদুল ইসলাম খান বলেন, ‘শুধু এতটুকুই মনে রাখবেন, এক বিন্দুও ফায়দা এবার লুটতে পারবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের স্বচ্ছতা ও নৈতিকতাকে প্রশ্ন করুন। নিজেকেই নিজের কাছে কেমন অনুভব হয় একটু দেখুন! জুলাইয়ের হাজারো ছাত্রজনতার পবিত্র শহীদি রক্তের বিপরীতে যে স্বার্থের লড়াইয়ে নেমেছেন সেটা রক্তস্নাত বাংলাদেশের স্বার্থ নয়।’
বাস্তবতাকে মেনে নিয়ে সময় নিন, ভুলগুলো শুধরে তওবা পড়ে নিজেদের পুনরায় তৈরি করার চেষ্টা করুন, এমন মন্তব্য করে আবিদুল ইসলাম খান বলেন, ‘তরুণদের প্রতি জাতির সহমর্মিতা ও স্নেহকে বিরক্তিকর করে তুলবেন না, প্লিজ।’