১৯৮১ সালের ২ জুন বনাম ২০২৫-এর ৩১ ডিসেম্বর

৩১ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ PM
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা ও বেগম খালেদা জিয়ার জানাজা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা ও বেগম খালেদা জিয়ার জানাজা © টিডিসি সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ (বুধবার) বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ইতোমধ্যে লাখো মানুষের ঢল নেমেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতা-কর্মীরা বৃহৎ এই জনসমাগমে শামিল হয়েছেন। বিপুল ভিড় সামলাতে এবং জানাজা সম্পন্ন করতে সুবিধা দিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী জানাজা শেষে সংসদ ভবনের পেছনে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা—এই যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি।

কারণ প্রায় ৪৪ বছর আগে এই একই মানিক মিয়া অ্যাভিনিউতেই লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।

আরও পড়ুন: হাদি হত্যার পর এই প্রথম প্রকাশ্যে গুলি চালানো ফয়সাল করিম মাসুদ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল কর্মকর্তার ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই বছরের ২ জুন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় তার জানাজা। এরপর তাকে সংসদ ভবনের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সে সময় তার শেষযাত্রায় ঐতিহাসিক জনসমাগম হয়েছিল। ঢাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশ নিয়েছিল, যা জিয়ার জানাজাকে ইতিহাসে বিশেষ স্থান দিয়েছে।

৪৪ বছর পর একই স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে খালেদা জিয়ার জানাজা। ইতিহাসের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।

স্বামীর মৃত্যুই বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে টেনে আনে। কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই তিনি বিএনপির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে রাজপথের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে নিজেকে রাজনৈতিক নেতৃত্বে প্রতিষ্ঠিত করেন। তার নেতৃত্বে দল নির্বাচনে বিজয়ী হয় এবং তিনি তিন দফায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান হিসেবে ইতিহাসে স্থান করে নেন তিনি।

১৯৮১ সালের ঢাকার সঙ্গে বর্তমান ঢাকার তুলনা চলে না। তখন ঢাকার জনসংখ্যা আজকের মতো বড় ছিল না। তারপরও রাষ্ট্রপতির জানাজায় লাখো মানুষের সমাবেশ হয়েছিল। সাধারণ মানুষের সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জিয়াউর রহমানের জানাজাকে ইতিহাসে বিশেষ মর্যাদা এনে দেয়। এবার একই স্থানে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ায় ১৯৮১ সালের সেই দিনের সঙ্গে নতুন করে তুলনা টানা হচ্ছে।

মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬