জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ AM
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় জাতীয় পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা স্থগিত ঘোষণা করেছে দলটি।
বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খানের স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার এর সিদ্ধান্তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় ৩ দিন শোক থাকায় ১জানুয়ারি,২০২৬ পার্টির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা স্থগিত করা হলো।