বাবা গণঅধিকারের ছেলে জাতীয় পার্টির, একই আসনে মনোনয়ন দাখিল দুজনেরই

বাম থেকে এইচ এম গোলাম রেজা ও হোসাইন মোহাম্মদ মায়াজ
বাম থেকে এইচ এম গোলাম রেজা ও হোসাইন মোহাম্মদ মায়াজ  © সংগৃহীত

সাতক্ষীরা–৪ (শ্যামনগর) সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে ব্যতিক্রমী এক রাজনৈতিক ঘটনা ঘটেছে। ভিন্ন দুটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে বাবা ও ছেলে একই দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করা হয়।

মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন, সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ নিজে উপস্থিত থেকে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার কারণে রাজনীতি আমার রক্তে মিশে আছে। মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় থেকেই নির্বাচনে অংশ নিয়েছি।

একই সময়ে গণঅধিকার পরিষদের নেতা–কর্মীরা দলীয় প্রার্থী এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!