নমিনেশন কিনতে ঢাকায় এসে লাশ হয়ে ফিরলেন জাপা নেতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ PM
ঢাকার একটি আবাসিক হোটেল থেকে শহিদুল ইসলামের (৬৮) নামে জাতীয় পার্টির এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পল্টন থানার বিজয় নগরের একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। তিনি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, আজ সকালে হোটেল বিজয়নগরের ৩ তলার ৩২৪ নম্বর কক্ষে উঠেছিলেন শহিদুল ইসলাম। দুপুরে ওই কক্ষের বাথরুমে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষ ও তার এক পরিচিত সেখান থেকে তাকে বের করে। পরবর্তীতে ৯৯৯ এ খবর দিলে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে মৃতের স্বজনরা জানিয়েছেন, তিনি হার্টের রোগী ছিলেন। এর আগেও তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
শহিদুল ইসলামের ভাগনি জামাই মো. শাহিন উদ্দিন জানান, নমিনেশনের ফর্ম নিতে ও পার্টির মিটিংয়ে অংশ নিয়ে বুধবার ঢাকায় এসেছিলেন তিনি। ঢাকায় আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে হোটেল বিজয়নগরেই সবসময় ওঠেন। তিনি হার্টের রোগী।
উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন শহিদুল ইসলাম।