হাসনাত আবদুল্লাহর আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

 সাইফুল ইসলাম-হাসনাত আবদুল্লাহ
সাইফুল ইসলাম-হাসনাত আবদুল্লাহ  © টিডিসি ফোটো

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রার্থী হওয়া কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহিদ।

রবিবার (২৮ আগস্ট) রাতে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহিদ তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। 

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, 'আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।

জামায়াত নেতা সাইফুল ইসলাম শহিদ বলেন, দলীয় সিদ্ধান্তের কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। দেবিদ্বারের মানুষের জন্য আমার পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত থাকবে।'


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!