এনসিপি নেত্রী ডা. মিতু যে আসন থেকে নির্বাচন করছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে নিজ আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টটি নিজ ভেরিফায়েড আইডিতে শেয়ার করে নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করেছেন ডা. মিতু।
এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন বলেন, ‘আলহামদুলিল্লাহ। এনসিপি-জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে ঝালকাঠি-০১ আসনে (রাজাপুর-কাঠালিয়া) শাপলা কলি মার্কায় লড়বেন জুলাইয়ের অগ্নিকন্যা ডা. মাহমুদা আলম মিতু। শহীদ শরীফ ওসমান বিন হাদি খুব করে চাইতেন মিতু আপা প্রার্থী হোক।’
তিনি বলেন, ‘হাদি মিতু আপার জন্য ভোট চেয়ে একদিন পোস্টও করেছিলেন। আমার পূর্ণ সম্মতি নিয়েই দল ও জোট মিতু আপাকে মনোনীত করেছে।
আমি হাদির এই "বোনের" মধ্যে খুঁজে পেতে চাই শহীদ ওসমানকে। ১২ ফেব্রুয়ারি সারাদিন, মিতু আপার শাপলা কলিতে ভোট দিন।’
ডা. মাহমুদা মিতু বলেন, ‘ফেসবুক হাদির কথা ভীষণ মনে পড়ছে। হাদি বলেছিল, আমার জন্য ঝালকাঠি যাবে। নিজে থেকেই বলেছে। সব কেমন এলোমেলো হয়ে গেল। সবার কাছে দোয়া চাইব।’