‘প্রচারণার প্রতিশ্রুতি দেওয়া হাদিকে ছাড়াই আজ মনোনয়ন ফরম নিলাম’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে শাপলা কলি প্রতীকে ঝালকাঠি-০১ আসনে (রাজাপুর-কাঠালিয়া) লড়বেন জুলাই যোদ্ধা ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। সম্প্রতি ঘাতকদের গুলিতে প্রাণ হারানো শহীদ ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিতে প্রার্থিতার মনোনয়ন ফরম তুলতে গিয়ে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ডা. মিতু।
আবেগতাড়িত হয়ে তিনি বলেছেন, হাদি নিজ থেকে বলেছিল, আমার নির্বাচনের প্রচারণায় আসবে। আজ হাদিকে ছাড়াই মনোনয়ন ফর্ম নিতে আসলাম। এই শহরে পা রেখেই আমার দুনিয়া কেমন অন্ধকার হয়ে গেছে। বুকের ভারটা কমেই না।
সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে তিনি এ বিষয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেন।
দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য ডা. মাহমুদা মিতুর ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হল:
‘হাদির শহরে আছি। হাদি নিজে থেকে বলেছিলো, আমার নির্বাচনের প্রচারণায় আসবে। আজ হাদিকে ছাড়াই মনোনয়ন ফর্ম নিতে আসলাম। হাদি থাকলে আজ সেও ৮ আসনের মনোনয়ন নিতো। এই শহরে পা রেখেই আমার দুনিয়া কেমন অন্ধকার হয়ে গেছে। বুকের ভারটা কমেই না।’
আরও পড়ুন: ওসমান হাদির আসনে প্রার্থী দেবে না ইনকিলাব মঞ্চ, কারণ জানালেন রাকসু জিএস
‘একটু পরে রাজাপুর যাবো ইশাআল্লাহ। রাজাপুর এবং কাঠালিয়ার যারা আছেন আপনারা জানেন যে কিছু সিদ্ধান্ত গ্রহণে আমাদের একটু সময় লেগেছে। খুব অল্প সময়ের সিদ্ধান্তে আমি মনোনয়ন ফর্ম নিচ্ছি। এজন্য অনেককেই জানাতে পারিনি। রাজাপুর নির্বাচন অফিসের আশেপাশে যারা আছেন চলে আসেন আল্লাহ চাইলে দেখা হবে।’
‘আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা আমাকে মন থেকে বিশ্বাস করেন ভালোবাসেন, একটা আবদার রইলো, আপনারা আমার জন্য হাত তুলে, নাম ধরে দোয়া করবেন। যারা আমাকে চিনেন না বা ভুল জানেন আল্লাহ আপনাদের ভুল ভাঙার তৌফিক দিন। ভুল ধারনা থাকলে তা দূর করে দিন। আল্লাহ আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করে শোধরানোর তৌফিক দিন।’
‘আমি আমার জীবনে কোনোদিন হারাম স্পর্শ করিনি, সততার সাথে জীবনযাপন করেছি। আজীবন যেন সততার সাথে আগাতে পারি, সত্য বলার সাহস রাখতে পারি এই দোয়া করবেন। এই পথ সহজ নয়। এই মূহুর্তে দোয়া অনেক বেশি দরকার। মানুষের দোয়ার চেয়ে বড় কিছু আর কি আছে ওইটাই দেন আমারে।’