‘কিরে ভাই এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল, এইভাবে সবাইকে হারিয়ে দিলি?’

১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ AM
শরিফ ওসমান হাদি ও ডা. মাহমুদা মিতু

শরিফ ওসমান হাদি ও ডা. মাহমুদা মিতু © টিডিসি সম্পাদিত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে হাদিকে নিয়ে একটি পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, ‘এখন পর্যন্ত হাদি এসিস্টেট ভেন্টিলেশনে, তার মানে সে নিজে থেকে শ্বাস নিচ্ছে ব্যাপারটা এমন না। সে নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করছে আর মেশিন সেই শ্বাসকে সাপোর্ট দিচ্ছে। ২.৪৪-এ বাসা থেকে বের হইছিলাম জাস্ট এক সেকেন্ডে দৌড় দিছি একটা ব্যাটারি রিক্সা নিয়ে। এক ইঞ্চি জ্যাম ছিল না, তারপরও মনে হচ্ছিল মালিবাগ থেকে ঢাকা মেডিকেল যেন হাজার মাইল,রাস্তা যেন শেষ হচ্ছে না। সেই থেকে হাদির সাথেই গিয়ে দেখি কার্ডিয়াক এরেষ্ট অলরেডি সিপিআর দিয়েও রেগুলার পালস পায় আসেনি তখন। পিপল মিড ডায়েলেট দেখেছি।

তারপর জাহিদ স্যার আহাদসহ নিউরোলজি, ইএনটি, থোরাসিক সব টিম আসল, ওটি হলো, এর মাঝখানে অনেক কিছু। হাদির স্কালের একসাইডের হাড় খুলে ডিকম্প্রেশন করার সাথে সাথেই স্পন্টেনিয়াস স্বাস নেয়া প্রথমে শুরু করে, ব্রেইনের ভেতরে রক্তক্ষরণ হয়ে ভিতরের চাপে ব্রেইন টাইট হয়ে ছিল। তারপর আরও কথা লিখতে ইচ্ছা করছে না। সব লেখা উচিতও না হয়ত। (কাল থেকে শত শত মানুষ আমাকে ফোন দিয়েছেন আপডেট জানার জন্য।) তারপর হাদিকে প্রোটোকলসহ এভাকেয়ারে নেয়া হচ্ছিল। আমি আহাদ, জারা সালমান সামনের গাড়িতে, পিছনে এম্বুলেন্স আমি কাউকে বোঝাতে পারব না ওই মূহুর্ত আমার কেমন লাগছিল। জারা বার বার আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে কিন্তু বার বার মনে বলছিলাম, কিরে ভাই এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটকল? এইভাবে সবাইকে হারিয়ে দিলি? 

আরও পড়ুন : হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট নাহিদের

হাদি দেখ, তোরে প্রোটকল দিয়ে নিয়ে যাচ্ছে, হাদি দেখ তোর জন্য বাংলাদেশের রাস্তা খালি করে রাখা হইছে যাতে এক সেকেন্ড জ্যাম না লাগে, হাদি তুই তো এমপি মন্ত্রীর চেয়েও অনেক বড়। ভিআইপিদের জন্য যখন রাস্তা খালি করা হয় মানুষ গালাগালি করে তোর জন্য হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে রাজী আছে হাসিমুখে। 

হাসপাতালের দুই পাশে এম্বুলেন্স বের হওয়ার সময় যেভাবে আল্লাহ হু আকবর ধ্বনি আসছিল। আমি কি লিখছি জানি না আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল। ২৪ নভেম্বর দেখা হলো, কি দরদ মিতু আপুর প্রতি। আমি সেদিন নান্নু ভাইর জন্য খাবার কিনছিলাম, ওরে দুইটা মোমো কেন খাওয়াইলাম না। আমাদের এতো তাড়া থাকে কেন? ওর কানে কানে একটা কথাও বলছিলাম। আমার বর হাদিকে টাকা পাঠাতে চাইল, আর পাঠানো হলো না কেন?  আমাদের এতো কিসের তাড়া? 

মেয়েরা স্কুলের সামনে হাদিকে দেখছে ,ছোট মেয়েটা বলছিলো আমি বড় হলে হাদিকে ভোট দিবো ,আমি এই কথা ওরে জানাই নাই। মানুষ মরণাপন্ন হলেই আমাদের এতো মায়া জেগে ওঠে, এর আগে কেন মনে রাখি না, কেন মনে রাখি না আমরা কেউ থাকব না আজীবন? ওর প্রোফাইলে আমার ছবিটা আমার পুরো পৃথিবী অন্ধকার করে দিয়ে গেলো । আল্লাহ আমার সমস্ত শক্তি শেষ..। বাংলাদেশের লাল পতাকাটার মাঝে একটা গুলি করে গেলো।  আমি বোধহয় আর সোজা হয়ে দাঁড়াতে পারব না। পাশে তো অনেকগুলো খাওয়ার স্টল ছিল, আমার এখন কেন মনে পড়ল? তোরে আমি কিছু খাইতে সাধি নাই কেন? বাসায় গিয়েই আবার ছবিটা আপলোড দিলি... আমার মাথা আর কাজ করছে না।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণাকালে রাজধানীতে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অপারেশন শেষে এদিন তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

ব্যাটিং ব্যর্থতায় টেনেটুনে একশ ছাড়ানো পুঁজি রংপুরের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন নেদারল্যান্ডসে, আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯…
  • ১২ জানুয়ারি ২০২৬
শূন্যপদের তিনগুণ প্রার্থীকে ভাইভায় ডাকবে এনটিআরসিএ, ১:১.১০ …
  • ১২ জানুয়ারি ২০২৬
হঠাৎ নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে মির্জা আব্বাস
  • ১২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৬ পিকআপ ও ৩২ ভারতীয় গরুসহ আটক ১
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9