হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট নাহিদের

১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ AM
ওসমান বিন হাদি ও নাহিদ ইসলাম

ওসমান বিন হাদি ও নাহিদ ইসলাম © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি ওপর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ পোস্ট করেন। 

ইংরেজিতে দেওয়া ওই পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘ভাই হাদি, তোমাকে আমরা রক্ষা করতে পারিনি। তুমি এই দেশের জন্য দাঁড়িয়েছিলে, আর আমরা তোমাকে ব্যর্থ করেছি। জুলাইয়ের জন্য, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলে। আর আমরা জুলাই প্রজন্মকে এক করতে পারিনি। সেই তরুণরা- যারা ছিল সাহসী, ক্ষুব্ধ এবং আশাবাদী, তারা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চেয়েছিল। আমরা তাদের একত্র করে রাখতে পারিনি। আমরা সময় নষ্ট করেছি। আমরা রাজনৈতিক ভুল করেছি। আর জনগণকে তার মূল্য দিতে হয়েছে।’

তিনি লেখেন, ‘জুলাইয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছিল। ক্ষমতা, দল কিংবা পদ-পদবির জন্য তারা মারা যায়নি। তারা নিহত হয়েছিল কারণ তারা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল এবং বিশ্বাস করেছিল বাংলাদেশ ভিন্ন হতে পারে। আমরা জুলাইকে ত্যাগ করব না। আমরা চাপের মধ্যে আছি, আমরা আহত। কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি এবং এই লড়াই আমরা চালিয়ে যাব যেন তোমার সন্তান এবং দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।’

নাহিদ আরও লিখেছেন, ‘আমরা আমাদের ব্যর্থতার দায় স্বীকার করছি। আমরা স্বীকার করছি যে গত দেড় বছরে ইতিহাস আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছিল, তা আমরা পালন করতে পারিনি। কিন্তু পিছু হটা আমাদের বিকল্প নয়। যেমনটা তুমি বলেছিলে- আমরা আমাদের শত্রুর প্রতিও ন্যায়বিচার চর্চা করব। কিন্তু কোনোভাবেই ফ্যাসিস্টদের জন্য ক্ষমা নেই। যারা এই দেশকে ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হাজারো মানুষকে হত্যা করেছে, তাদের জন্য এক ইঞ্চি ক্ষমাও নেই।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের মাঝে ফিরে আসো ভাই। ফিরে আসো সেই মানুষদের কাছে এবং সেই আন্দোলনে যার জন্য তুমি লড়েছিলে। আমরা অপেক্ষায় আছি। হয়তো আমরা জীবন হারাব, কিন্তু আমরা জুলাইকে ত্যাগ করব না।’

প্রশ্নফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চে…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জাবিতে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠা…
  • ০৮ জানুয়ারি ২০২৬
এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস: ঢাবিতে দিনব্যাপী ইন্…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বাইউস্টে ‘বিজনেস উইক’এর জমকালো আয়োজন
  • ০৮ জানুয়ারি ২০২৬
তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশ…
  • ০৮ জানুয়ারি ২০২৬