‘এই শহরের ন্যায়-নীতি রাজনীতি গিলে ফেলেছে, টিকে আছে অভিনয়-লোভ আর স্বার্থ’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ PM
আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর প্রতিদিন একবার করে রাজনীতি ছেড়ে দিতে ইচ্ছা করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। ঢাকা শহরের ন্যায়-নীতি, ইনসাফ, মায়া-মমতা ও দরদ রাজনীতি গিলে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি। তার মতে, বিনিময়ে টিকে আছে অভিনয়, লোভ আর স্বার্থ।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকের ব্যক্তিগত ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।
পোস্টে ডা. মাহমুদা মিতু লিখেছেন, ‘হাদির মৃত্যুর পর প্রতিদিন একবার করে আমার রাজনীতি ছেড়ে দিতে ইচ্ছা করে। ওকে খুন করা হয়েছে সে কারণে না, ওর মাথায় গুলি লাগার পর আমি যে বাস্তবতার মুখোমুখি হয়েছি সেটা দেখে। এই শহরের ন্যায়, নীতি, ইনসাফ, মায়া, মমতা, দরদ রাজনীতি গিলে ফেলেছে। টিকে আছে অভিনয়, লোভ আর স্বার্থ।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের লড়াই আজন্মের। আমাদের বিচার চাইতে হবে, বিচার চাওয়া জারি রাখতে হবে।
এমনভাবে হাদি হত্যার বিচার চাইতে হবে যেন ‘বিচার চাই, বিচার চাই’— বোবা দেয়ালও চিৎকার করে ওঠে। শহরের অলিগলি, মোড় আর দেয়াল বিচারের বিজ্ঞপ্তিতে ছেয়ে যাক। আমাদের রক্তের আগুনের তাপ অন্তত ছড়িয়ে যাক।’
আমরা আর ১০টা খুনের মত ভুলে না যাই উল্লেখ করে এনসিপির এই নেত্রী লিখেছেন, ‘মৃত্যুর আগে হাদির একমাত্র চাওয়া ছিল বিচার। শহরের অলিতে-গলিতে ১০ জন-৫ জন মিলে বিচার নিয়ে কথা বলেন। সবাই যেভাবে ভুলে যাচ্ছে নতুন খেলায় নিমজ্জিত হচ্ছে তাতে ডুবে যাইয়েন না, আমাকেও ডুবতে দিয়েন না।’