এনসিপি, আপ, এবি ও রাষ্ট্র সংস্কারের নতুন জোট, ঘোষণা আসতে পারে কাল

২৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ PM
এনসিপি, আপ, এবি ও রাষ্ট্র সংস্কারের লোগো

এনসিপি, আপ, এবি ও রাষ্ট্র সংস্কারের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন জোট গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আপ, এবি ও রাষ্ট্র সংস্কার এ চারটি সংগঠন। নতুন রাজনৈতিক জোট গঠন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামীকাল। দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলটির শীর্ষ নেতারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, বহুমাত্রিক রাজনৈতিক চিন্তা ও নাগরিক উদ্যোগকে একত্রিত করে একটি বিকল্প গণরাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করানোই তাদের মূল লক্ষ্য। আগামীকালই নতুন এই জোটের নাম, লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা আসতে পারে বলে তারা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১৭৫৫টি

এ ব্যাপারে জানতে চাইলে আপ বাংলাদেশের আহবায়ক আলী আহসান জোনায়েদ বলেন, দলগুলোর মধ্যে জোট নিয়ে আলোচনা হয়েছে। জোটের ব্যাপারে আলোচনা প্রায় চূড়ান্ত, সবাই একমত হয়েছে। আগামীকাল হয়ত এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে দলগুলোর সম্মিলিত প্রেস ব্রিফিং বা প্রেস রিলিজের মাধ্যমে।

যোগাযোগ করা হলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনো জোট নিয়ে আলোচনা হচ্ছে। রাতভর হয়তো এ আলোচনা চলমান থাকবে। তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, এবি পার্টি, আপ বাংলাদেশকে নিয়ে নতুন জোট গঠন নিয়ে আলোচনা হচ্ছে। তবে এটা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম গণমাধ্যমকে জানান, জোট নিয়ে আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, তবে চূড়ান্তের খুব কাছাকাছি রয়েছে। তিনি ইঙ্গিত দেন, সম্ভবত পরদিনই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তাঁর মতে, জাসদ (রব) ও গণ অধিকার পরিষদও এই জোটে যুক্ত হতে পারে।

আরও পড়ুন: বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর ‘লিলিপুট ফারহান’

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তাদের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’।

জুলাই গণঅভ্যুত্থানের পর মধ্যম ডানপন্থী আদর্শ অনুসরণ করে অভ্যুত্থানকে রাজনৈতিক রূপ দিতে ৯ মে প্রতিষ্ঠা পায় ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

অন্যদিকে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে ২০২০ সালে যাত্রা শুরু করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ২০২৪ সালে দলটি নিবন্ধন লাভ করে এবং ‘ঈগল’ প্রতীক পায়। এ ছাড়া ২০১২ সাল থেকে ‘রাষ্ট্রচিন্তা’ নামে গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে সক্রিয় প্ল্যাটফর্মটি ২০২১ সালে রাজনৈতিক দল ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’-এ রূপান্তরিত হয়।

প্রসঙ্গত, ৯ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে যৌথ কৌশল নির্ধারণের উদ্দেশ্যে এনসিপির জাতীয় কমিটি সম্প্রতি বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ ছয় ঘণ্টার বৈঠকে বসে। সেখানে দলের অধিকাংশ নেতা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দেন। তবে এবি পার্টি, গণ অধিকার পরিষদসহ সমমনা কিছু দলকে সঙ্গে নিয়ে সম্ভাব্য তৃতীয় একটি ফ্রন্ট গঠনের বিষয়েও আলোচনা হয়।

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফাঁকা ৪৭ আসনে দু-এক দিনের মধ্যে প্রার্থী ঘোষণা: এহসানুল মা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড বাতিলের বিজ্ঞপ্তিটি ভ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
পাহাড়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার, রুমমেট পুলিশ হে…
  • ১৮ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি মেঘনা শপিং কমপ্লেক্সে, কর্মস্থল ঢাকা
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9