আপ বাংলাদেশের যুব উইং গঠন

আপ বাংলাদেশের লোগো
আপ বাংলাদেশের লোগো  © সংগৃহীত

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ)  যুব উইং গঠন করা হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) এক সংগঠনটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যুব উইং-এর সমন্বয়কারী শামীম ইউসুফ ও সহ-সমন্বয়কারী ইসরাত জাহান ইশা। 

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক মাসের মঞ্চে একটি পূর্ণাঙ্গ যুব সংগঠন গঠনের লক্ষ্যে দুইজনকে যুব উইং এর দায়িত্ব প্রদান করা হলো।


সর্বশেষ সংবাদ