বিচারকে বিতর্কিত করার অপচেষ্টা বন্ধ করতে হবে: মজিবুর রহমান

পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু   © টিডিসি ফটো

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘পলাতক হাসিনার বিচারের রায়কে ত্রুটিপূর্ণ বলা হচ্ছে। কিন্তু আসামি পলাতক থাকলে দায় কার? এ দায় তো হাসিনার নিজের। যারা রায় নিয়ে প্রশ্ন তুলছেন তারা কেন আসামির পলায়ন প্রসঙ্গটি এড়িয়ে যাচ্ছেন? বিচারকে বিতর্কিত করার এ অপচেষ্টা বন্ধ করতে হবে।’

আজ শুক্রবার রাজধানীতে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী আমার বাংলাদেশ স্বেচ্ছাসেবক পার্টির প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন মানুষের অধিকার ও কল্যাণই এবি পার্টির রাজনীতির মূল ভিত্তি। দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা বিশেষ প্রশিক্ষণমূলক কোর্স চালু করবো। সমাজের সংকট চিহ্নিত করে সমাধানে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবকদের আর্থিক, নৈতিক ও চারিত্রিকভাবে আরও শক্তিশালী হওয়া জরুরি।

তিনি বিশ্বাস প্রকাশ করেন যে তরুণদের নেতৃত্বেই বাংলাদেশে মানবিক রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠা সম্ভব।

কর্মশালায় এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, শাহাদাতুল্লাহ টুটুল, আলতাফ হোসাইন, এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান।

বিশেষ অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম বলেনস্বেচ্ছাসেবী কাজ মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার প্রকাশ। সেবাই সমাজ পরিবর্তনের ভিত্তি। স্বেচ্ছাসেবক পার্টিকে মানবিক দর্শন, নৈতিকতা ও সামাজিক দায়িত্বের পথ অনুসরণ করতে হবে।

তিনি মানবিক রাজনীতি, সমতা, অধিকার ও মানুষের সার্বিক কল্যাণকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানান।

কর্মশালার বক্তারা বলেন,আমার বাংলাদেশ স্বেচ্ছাসেবক পার্টি মানবিক মূল্যবোধ, ন্যায়, সমতা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশে কার্যক্রম আরও বিস্তৃত করবে। তরুণদের দক্ষতা, মানবিকতা ও নৈতিক নেতৃত্বের সমন্বয়ে একটি কল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা হবে আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মান্নান, যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিঠু, যুগ্ম সদস্য সচিব আবু তাহের খন্দকার, যুগ্ম সদস্য সচিব আরিফুর রহমান মিজান, সহকারী সদস্য সচিব রাজিউল ইসলাম রাজ, সদস্য সচিব শহিদুল ইসলাম, সহকারী সদস্য সচিব মনিরুজ্জামান সরকার, সহকারী সদস্য সচিব জহিরুল ইসলাম, সহকারী সদস্য সচিব ডা. শাহ মাহমুদুল বারী, এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

দিনব্যাপী কর্মশালাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজ।


সর্বশেষ সংবাদ