কারণ দর্শাতে পারব না, এনসিপি আমাকে স্থায়ী বহিষ্কার করুক: ফাইয়াজ ইফতি

২৬ নভেম্বর ২০২৫, ০৪:১২ PM
এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার সাময়িক বহিষ্কৃত প্রচার সচিব ফাইয়াজ ইফতি

এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার সাময়িক বহিষ্কৃত প্রচার সচিব ফাইয়াজ ইফতি © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার সাময়িক বহিষ্কৃত প্রচার সচিব ফাইয়াজ ইফতি শোকজ নোটিশের জবাব দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘এনসিপি আমাকে স্থায়ী বহিষ্কার করুক’। আজ বুধবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।

ফাইয়াজ ইফতি ফেসবুকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি ফাইয়াজ ইফতি, গতকাল আমাকে এনসিপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং ২ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমি কোনও কারণ দর্শাতে পারব না, কেননা আমি আর এনসিপির সাথে যুক্ত বা কোন সম্পর্ক রাখতে চাই না। আমি চাই, এনসিপি আমাকে স্থায়ী বহিষ্কার করুক।’

তিনি বলেন, ‘গতকাল থেকে এনসিপির লোকেরা আমাকে সোস্যাল মিডিয়ায় নানাভাবে অপদস্থ করছে, এটাকে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো দ্বিমত প্রকাশের স্বাধীনতা। আপনাদের মতের সাথে না মিললেই যে আপনি একজনকে অ্যাটাক করবেন, ইটস নট নতুন রাজনৈতিক বন্দোবস্ত।’

তিনি আরও বলেন, ‘ইভেন গতকাল থেকে আমাকে জামায়াত-শিবির বলে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, আমাকে জামায়াত শিবির ট্যাগ দেওয়া হচ্ছে।আরে ভাই, আমি জীবনে কোনদিন জামায়াত শিবির এর সাথে যুক্ত ছিলাম না। আমার চৌদ্দগোষ্ঠীতে কেউ জামায়াত-শিবির করে না, অথচ আমাকে জামায়াত-শিবির ট্যাগিং করা হয়।’

‘ফেসবুকে জামায়াত-শিবির নিয়ে পোস্ট দেই, কেননা তাদের কর্মকান্ডগুলো ভালো লাগে’ উল্লেখ করে ফাইয়াজ ইফতি বলেন, ‘এজন্য আমাকে গুপ্ত জামায়াত-শিবির ট্যাগ দেওয়া হচ্ছে, এইটা আমার প্রতি জুলুম করার নামান্তর। ফেসবুকে জামায়াত-শিবিরের পক্ষে পোস্ট দিলেই কেউ জামায়াত-শিবির হয়ে যায় না। বর্তমানে লাখ লাখ নিরপেক্ষ মানুষ জামায়াতের-শিবিরের কর্মকান্ডে মুগ্ধ হয়ে জামায়াত-শিবিরের প্রশংসা করে, এখন আপনি তাদেরও জামায়াত-শিবির ট্যাগ দেবেন?’

আরও পড়ুন: ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না: তারেক রহমান

তিনি বলেন, ‘আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে আর যুক্ত হব না এবং সব রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। আমি কারও শত্রু নই। যেই রাজনৈতিক দলের কর্মকাণ্ড আমার ভালো লাগবে, আমি তাদের নিয়েই পোস্ট দেব। কে কি বলল না বলল, সেগুলো শোনার সময় আমার নেই।’

ফাইয়াজ ইফতি বলেন, ‘গতকাল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ভাইকে নিয়ে পোস্ট দিয়েছিলাম, কারণ তার কর্মকাণ্ড আমার ভালো লাগে। এখন কি আমাকে ট্যাগ দেবেন যে, আমি গুপ্ত ইনকিলাব মঞ্চের লোক! আরে ভাই, ফেসবুকে কারও পক্ষে কেউ পোস্ট দিলেই সে সেই দলের হয়ে যায় না।’

তিনি বলেন, ‘এনসিপিকে বলব, সঙ্গে থাকলে সঙ্গী বিপক্ষে গেলেই জঙ্গি, এ ধরনের খেলা বন্ধ করুন। যার কর্মকাণ্ড ভালো লাগবে, আমি তার পক্ষেই পোস্ট দেব, দ্যাটস ইট। সে যে কেউ হতে পারে, ইভেন হাসনাত আব্দুল্লাহ হতে পারে, সাদিক কায়েম হতে পারে এবং সেটা রাকিবুল ইসলাম রাকিবও হতে পারে।’

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9