এনসিপিকে ইফতির গুড বাই

‌‘যাদের কাছে বাউলের সম্মান বেশি, এমন খোদাদ্রোহীদের বয়কট করুন’

২৫ নভেম্বর ২০২৫, ০১:৫২ PM
ফাইয়াজ ইফতি ও এনসিপি’র লোগো

ফাইয়াজ ইফতি ও এনসিপি’র লোগো ©

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি ও রাজনৈতিক আদর্শবিরোধী অবস্থান নেয়ার অভিযোগে ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচার সচিব ফাইয়াজ ইফতিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এবার এ নিয়ে মুখ খুলেছেন ইফতি। তিনি বলেছেন, ‌‘যাদের কাছে বাউলের সম্মান বেশি, এমন খোদাদ্রোহীদের বয়কট করুন।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

পোস্টে তিনি লেখেন, আমি ফাইয়াজ ইফতি ফেসবুকে কি পোস্ট দেই না দেই সেটা কোনো  ফ্যাক্ট না সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত বিষয়। যারা ভালো কাজ করে আমি সবাইকে নিয়ে পোস্ট দেই।যেমন জামায়াত ভালো কাজ করলে তাদের নিয়েও পোস্ট দেই,খারাপ কাজ করলে তাদের নিয়ে সমালোচনাও করি।
সো আমাকে জামায়াত শিবির ট্যাগিং করার কোনো দরকার নেই।বিএনপির ক্ষেত্ররেও সেইম, বিএনপি ভালো কাজ করলে সেটাও তুলে ধরি। প্রয়োজন হলে আমার প্রোফাইলটা ঘুরে দেখতে পারেন..

তিনি লেখেন, আমি একটা নতুন দলের সঙ্গে যুক্ত ছিলাম। সেই দল থেকে আমাকে রাতে অব্যাহতি দেওয়া হয়েছে, কেননা সেই দল আমার আল্লাহ তায়ালা কে নিয়ে কটূক্তি করা ব্যক্তির পক্ষে বিবৃতি দিয়েছে এবং আমি সেটার প্রতিবাদ জানিয়েছি এই অপরাধে। এখন আবার অনেকে বলছে আমি জামায়াত নিয়ে পোষ্ট করায় আমাকে বহিষ্কার করেছে। আমি এই জামায়াতসহ অন্যান্য দল নিয়ে পোস্ট দেই অনেক আগে থেকেই কই তখন বহিষ্কার কই ছিলো? এখন কেনো বহিষ্কার করার খায়েশ জাগলো..

তিনি আরও লেখেন, কানে আসা কিছু তথ্য মোতাবেক জানা যাচ্ছে গতকাল সন্ধ্যায় জায়মা রহমানকে ইন্ডিকেট করে নারী নেতৃত্ব আর চাই না একটা মন্তব্য করা হয়েছিল আমার আইডি থেকে এটা বলার কারণে যদি অব্যাহতি হয়, তাহলে নাসির পাটোয়ারী তো খোদ তারেক রহমানকে নিয়ে কত বাজে কথা বলে সেটা নিয়ে তো কোনো সমস্যা হয় না। তাছাড়া হাসনাত আব্দুল্লাহ ভাই নিজেই বলছেন, ‘মত প্রকাশের সাথে দ্বিমত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।’ যাই হোক, বাউল নিয়ে পোস্টের কয়েক ঘণ্টা পর নোটিশ দিলে মানুষ দুইয়ে দুইয়ে চার মেলাবেই।

বহিষ্কার আদেশ পেয়ে আনন্দিত জানিয়ে তিনি আরও লেখেন, সর্বশেষ আমার কাছে সবার আগে আমার ধর্ম ইসলাম,আল্লাহ তায়ালা এবং তার রাসূল। আমি আমার আল্লাহ তায়ালা এবং তার রাসূল এর জন্য সবকিছু ত্যাগ করতে রাজি। এই দল এই পদ আমার প্রয়োজন নাই।আমি এই বহিষ্কার পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি এই বহিষ্কার আদেশ পাওয়ার সাথে সাথেই ‘আলহামদুলিল্লাহ’ পড়েছি। আমার আল্লাহ এবং তার রাসূল কে নিয়ে কেউ কটূক্তি করবে এবং সেটার পক্ষে কেউ বিবৃতি দেবে এটা আমি ফাইয়াজ ইফতি মেনে নেব না। আল্লাহ তাআলা কে নিয়ে কটূক্তি করা ব্যক্তির পক্ষে যেইদল বিবৃতি দেয়। আমি তাদের সাথে নেই। গুড বাই।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, সেই নতুন দলকে কোনোকিছুর বিনিময়ে নয় জাস্ট ভালোবেসে অনেক প্রমোট করেছি আর নয়। আল্লাহ তায়ালা কে নিয়ে কটূক্তি করা ব্যক্তির পক্ষে যারা বিবৃতি দেয় এদের ধ্বংস অনিবার্য। আমার আল্লাহ তায়ালা এবং তার রাসূল এর প্রশ্নে নো কম্প্রোমাইজ, নো মার্সি। যাদের কাছে আল্লাহ তায়ালার সম্মানের চেয়ে আল্লাহ তা"লা কে নিয়ে কটূক্তি করা বাউলের সম্মান বেশি এমন খোদাদ্রোহীদের বয়কট করুন। 

বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9