লাহোরে ‘ভারতীয় নজরদারি ড্রোন’ ভূপাতিত করল পাকিস্তান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০১:১০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
লাহোরের মানাওয়ান এলাকায় তাদের আকাশসীমায় প্রবেশ করা ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) শনাক্ত হওয়ার পরই ড্রোনটি লক্ষ্যভেদ করে নামানো হয়। ড্রোনটিতে বিস্ফোরক না থাকায় ধারণা করা হচ্ছে, এটি নজরদারি উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
গত মে মাসে ভারত-পাকিস্তানের রক্তক্ষয়ী সংঘাত শেষ হলেও ড্রোন ঘটনার পর ফের উত্তেজনা বেড়েছে। পাকিস্তান দাবি করেছে, ড্রোনটি ভারতের। তবে দিল্লি কোনো মন্তব্য করেনি। সংঘাত চলাকালীন ভারত ইসরায়েলি অস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
ভারতের প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে— ভবিষ্যতে আগ্রাসন হলে ভারতের বাণিজ্যিক শহরগুলোতে পাল্টা হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রও সংঘাত বন্ধে নিজেদের ভূমিকার দাবি করেছে, তবে ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে।