উত্তাল পাকিস্তান, ব্যাপক ধরপাকড়

০৬ আগস্ট ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
 পিটিআই নেতা-কর্মীরা বিক্ষোভ করছে

পিটিআই নেতা-কর্মীরা বিক্ষোভ করছে © কানাডিয়ান প্রেস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর কারাবন্দি নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল দেশ। এ ঘটনায় ২৪০ জনের বেশি পিটিআই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দিত্বের দুই বছর পূর্তিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ কর্মকর্তারা জানায়, মঙ্গলবার লাহোরে রাস্তা অবরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে কমপক্ষে ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পিটিআই এর নেতৃত্বে বিক্ষোভে অংশ নিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এদিকে করাচি ও মুজাফফরাবাদসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তবে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে কোন ধরনের বিক্ষোভ দেখা না গেলেও সড়কগুলোতে পুলিশ কড়া নিরাপত্তা দেখা গিয়েছে।

লাহোরের একটি আদালতের বাইরে ইমরান খানের সমর্থকরা ‘ইমরান খানকে মুক্তি দাও!’ স্লোগান দিতে থাকেন। পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি জানান, শুধু লাহোরেই ২০০ জনের বেশি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রাম্প বললেন, ‘ভারত ভালো ব্যবসায়িক বন্ধু নয়’, মোদী সরকারের ওপর শুল্ক আরও বাড়ছে!

বেলুচিস্তানের কোয়েট্টায় পিটিআইয়ের একদল নারী সমর্থক বিক্ষোভে অংশ নিয়ে ‘সরকার নিপাত যাক!’ বলে স্লোগান দেন। এছাড়াও করাচিতে ইমরান খানের ছবিসহ পোস্টার ও  দলের পতাকা হাতে প্রায় ২ হাজার কর্মী বিক্ষোভে অংশ নেন। পরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পাঞ্জাব প্রাদেশিক সরকারের মুখপাত্র উজমা বুখারি বলেন, পিটিআইকে কোন ধরণের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। এই অভিযোগ অস্বীকার করেছেন পিটিআই।

বেরোবি কেন্দ্রে মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২
  • ১৭ জানুয়ারি ২০২৬
শেষ মুহূর্তে সমঝোতা ভেঙে গেল কেন, কারণ জানালেন ইসলামী আন্দো…
  • ১৭ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
উদ্ভাবন ও প্রভাবের যাত্রায় আবারও বিইউপি প্রাঙ্গণে হাল্ট প্র…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নুরের আসনে বিদ্রোহী প্রার্থী, আরও কঠোর সিদ্ধান্ত নিল বিএনপি
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9