ভারত থেকে পণ্য আমদানির অর্ডার স্থগিত করল অ্যামাজন ও ওয়ালমার্ট
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৫:১৪ PM
মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ ভারত থেকে বস্ত্র ও পোশাক আমদানির অর্ডার স্থগিত করেছে। শুক্রবার (৮ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত করেন। এর মধ্যে প্রথম ২৫ শতাংশ শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে, বাকি ২৫ শতাংশ কার্যকর হবে আগামী ২৮ আগস্ট।
ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে ভারতের তেল আমদানিই এই শাস্তিমূলক শুল্ক আরোপের মূল কারণ। তার নির্বাহী আদেশে বলা হয়েছে, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ান তেল কিনছে—এমন পরিস্থিতিতে অতিরিক্ত শুল্ক আরোপ ‘প্রয়োজনীয় ও উপযুক্ত’।
এ পরিস্থিতিতে মার্কিন ক্রেতারা রপ্তানিকারকদের চিঠি ও ই-মেইলের মাধ্যমে অর্ডার স্থগিত রাখতে বলছেন। তারা বাড়তি শুল্কভার বহন করতে রাজি নন; বরং রপ্তানিকারকদের ওপরই এই খরচ মেটানোর চাপ দিচ্ছেন। এতে রপ্তানিকারকদের লাভ মার্জিন তীব্রভাবে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন শুল্কে উৎপাদন খরচ ৩০-৩৫ শতাংশ বেড়ে যেতে পারে। এতে মার্কিন বাজারে রপ্তানি কমে গিয়ে ভারতের ৪-৫ বিলিয়ন ডলার ক্ষতির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম টেক্সটাইল ও পোশাক রপ্তানি বাজার। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি ভারতের মোট ৩৬.৬১ বিলিয়ন ডলারের রপ্তানির ২৮ শতাংশ আমদানি করেছে।