ভারত সফরে আসছেন পুতিন

ভ্লাদিমির পুতিন-নরেন্দ্র মোদি
ভ্লাদিমির পুতিন-নরেন্দ্র মোদি  © সংগৃহীত

বিশ্ববাণিজ্য যখন ট্রাম্পের শুল্ক রাজনীতিতে টালমাটাল। তখনই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ আগস্ট) রাশিয়ার সংবাদ সংস্থা ‘ইন্টারফ্যাক্স’ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বরাত দিয়ে জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে ভারতে আসবেন পুতিন। তবে পুতিনের সফরের নির্দিষ্ট কোনও তারিখ জানায়নি মস্কো।  

রাশিয়ার থেকে তেল আমদানি করায় গতকাল (৬ আগস্ট) ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৭ আগস্ট থেকে নয়াদিল্লিকে আমেরিকায় পণ্য রপ্তানিতে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। এর আগে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলির উপর ‘আরও অনেক’ বিধিনিষেধ আরোপ করা হবে।’

আজ বৃহস্পতিবার কার্যত ভারতকে সমর্থন করে মস্কো জানায়, সার্বভৌম যেকোনো দেশের স্বাধীন ভাবে যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করার অধিকার রয়েছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বিভিন্ন দেশকে হুমকি দিচ্ছেন ট্রাম্প বলে দাবি করেন মস্কো। 

আরও পড়ুন: ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন নরেন্দ্র মোদি

ক্রেমলিনে রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা (ট্রাম্পের) অনেক বিবৃতির কথাই শুনছি। যেগুলি আসলে হুমকি। যা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছে বিভিন্ন দেশকে। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা সার্বভৌম দেশের অধিকার আছে যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করার। স্বাধীন দেশগুলো তাদের জাতীয় স্বার্থ অনুযায়ী এই বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে।

অন্য দিকে, আগামীকালকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলছেন পুতিন। তবে বৈঠক কখন ও কোথায় হবে- তা এখন চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে মস্কো। এই বৈঠক মূলত ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের শান্তি চুক্তির আলোচনা অংশ। 


সর্বশেষ সংবাদ