রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন ট্রাম্পের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১২:০৪ PM
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়ার কাছাকাছি এলাকায় পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সাবেক এই রুশ নেতাকে ‘শব্দচয়ন নিয়ে সতর্ক’ থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
শুক্রবার (১ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক মন্তব্য ছিল অতিমাত্রায় উসকানিমূলক। এই কারণেই আমি যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।’
দীর্ঘদিন প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট এবং পরবর্তী সময়ে দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তিনি নিয়মিতই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়ে আসছেন।
সম্প্রতি ট্রাম্প ঘোষণা দেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে তিনি রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিচ্ছেন। পরে সেটি কমিয়ে ১০-১২ দিন করা হয়। এর প্রতিক্রিয়ায় মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, ‘ট্রাম্পের এসব আল্টিমেটাম যুদ্ধের দিকে একধাপ করে এগিয়ে যাওয়ার নামান্তর। রাশিয়া এ ধরনের নাটকীয় হুমকিকে গুরুত্ব দেয় না।’
এর জবাবে ট্রাম্প বলেন, ‘এমন মন্তব্য বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। শব্দের প্রভাব অনেক গভীর, এবং তা আমাদের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। আমি আশা করি, আমরা এমন কিছু দেখব না।’
পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা একটি স্পষ্ট হুমকি পেয়েছি। সেই হুমকি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকিতে ফেলতে পারে ভেবে আমি সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি।’
সামরিক নীতিমালার কারণে তিনি স্পষ্ট করে জানাননি সাবমেরিন দুটি ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে বা রাশিয়ার জলসীমা থেকে কতটা দূরে অবস্থান করছে। তবে ট্রাম্প দাবি করেন, ‘এই সাবমেরিনগুলো সব সময়ই প্রস্তুত, প্রয়োজনে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম।’ [সূত্র: বিবিসি]