সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বিশ্বের ১০ খেলোয়ার

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় বিশ্বের দশ খেলোয়াড়
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় বিশ্বের দশ খেলোয়াড়  © সংগৃহীত ও সম্পাদিত

খেলার মাঠে দক্ষতা যেমন তারকাখ্যাতি এনে দেয়, ঠিক তেমনই সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয়তা আজকাল তারকাদের পরিচিতির অন্যতম মানদণ্ড হয়ে উঠেছে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনুসরণ করছেন তাদের প্রিয় ক্রীড়াবিদদের। এই প্ল্যাটফর্মগুলোতে অনুসারীর সংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে, জনপ্রিয়তার দিক দিয়ে কে কোথায় আছেন তা বোঝা যায় সহজেই। সেই অনুসারেই তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারীসংখ্যা থাকা শীর্ষ ১০ ক্রীড়াবিদের তালিকা।

এই তালিকায় যেমন আছেন বর্তমানে খেলা চালিয়ে যাওয়া তারকারা, তেমনি আছেন অবসরে যাওয়া কিংবদন্তিরাও। চলুন দেখে নেওয়া যাক, সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারীর মালিক সেই দশজন ক্রীড়াবিদ কারা।

ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল)

সামাজিক যোগাযোগমাধ্যমে শীর্ষ অবস্থানে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলে সর্বোচ্চ ৯৩৮ গোলের মালিক রোনালদোই বিশ্বের প্রথম ব্যক্তি, যিনি গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারীর মাইলফলক স্পর্শ করেন। বর্তমানে তার মোট অনুসারীর সংখ্যা ১০৪ কোটি ৭ লাখ। ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স মিলিয়ে রোনালদোর অনুসারী ৯৪ কোটি ৭৮ লাখ।

ইউটিউব, কুয়াইশু ও ওয়েইবোর মতো প্ল্যাটফর্মেও তার উপস্থিতি রয়েছে। মাত্র এক বছর আগে ইউটিউবে চ্যানেল খোলার পর সেখানেও অনুসারীর সংখ্যা ৭ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। আপলোড করা ১০৭টি ভিডিও দেখা হয়েছে প্রায় ৮৮ কোটি বার। অবাক করা তথ্য হলো, ইনস্টাগ্রামের নিজস্ব অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ৬৯ কোটি ৩২ লাখ, সেখানে রোনালদোর একারই অনুসারী ৬৬ কোটি ১২ লাখ! ‘ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব’-এর তথ্য বলছে, ইনস্টাগ্রামে প্রতিটি স্পনসর পোস্ট থেকে রোনালদোর আয় ৩৯ কোটি ৫৩ লাখ টাকা।

লিওনেল মেসি (ফুটবল)

রোনালদোর পরেই আছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়ে তার অনুসারী ৬২ কোটি ৭৭ লাখ। মেসির নিজস্ব এক্স অ্যাকাউন্ট না থাকলেও ‘টিম মেসি’ নামে অ্যাডিডাস পরিচালিত একটি পেজ রয়েছে, যার অনুসারী ৩৪ লাখ ৮৮ হাজার। ইনস্টাগ্রামে একেকটি স্পনসর পোস্ট থেকে তার আয় প্রায় ৩১ কোটি ৭৫ লাখ টাকা। ২০০৬ সালে ইউটিউব চ্যানেল খোলার পর এখন পর্যন্ত ২০৭টি ভিডিও প্রকাশ করেছেন তিনি, যেগুলো দেখা হয়েছে ৬ কোটি ৬০ লাখ বার।

বিরাট কোহলি (ক্রিকেট)

ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির—মোট ৩৯ কোটি ২৮ লাখ। ইনস্টাগ্রামে স্পনসর পোস্ট থেকে আয় ১৭ কোটি টাকার মতো। ক্রিকেট অঙ্গনের বাইরে তার জনপ্রিয়তাও ঈর্ষণীয়।

নেইমার জুনিয়র (ফুটবল)

ব্রাজিলিয়ান তারকা নেইমার আছেন তালিকার চতুর্থ স্থানে। অনুসারী সংখ্যা ৩৮ কোটি ৬১ লাখ। ক্লাব পরিবর্তনের সময় তার জনপ্রিয়তা কতটা প্রভাব ফেলে, তার একটি উদাহরণ—আল হিলাল ছাড়ার পর ক্লাবটির ইনস্টাগ্রাম অনুসারী কমে যায় ৬ লাখ, আর সান্তোসে যোগ দেওয়ার পর তা বেড়ে যায় ৭১ লাখ!

লেব্রন জেমস (বাস্কেটবল)

তালিকার একমাত্র বাস্কেটবল খেলোয়াড় যুক্তরাষ্ট্রের লেব্রন জেমস। ৪০ বছর বয়সী এই এনবিএ তারকার অনুসারী ২৩ কোটি ৯০ লাখ। তিনি বর্তমানে লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে খেলছেন এবং এনবিএ ইতিহাসে সর্বোচ্চ স্কোরার (৪২১৮৪ পয়েন্ট)।

কিলিয়ান এমবাপ্পে (ফুটবল)

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই অনুসারীর সংখ্যা হু হু করে বাড়ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। তার মোট অনুসারী ১৫ কোটি ৮৫ লাখ। শুধু ইনস্টাগ্রামেই ক্লাব ঘোষণার দিন বেড়েছে ২৭ লাখ অনুসারী। ২০২৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতিদিন গড়ে ২৫ হাজারের বেশি অনুসারী যুক্ত হয়েছে।

রোনালদিনিও (ফুটবল)

২০০২ বিশ্বকাপজয়ী ও ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও অবসরে গেছেন অনেক আগেই (২০১৫ সালে)। তবু তার জনপ্রিয়তা আজও অমলিন। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউবে মিলিয়ে তাঁর অনুসারী ১৫ কোটি ৪৬ লাখ, যা অবসরপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ।

ডেভিড বেকহাম (ফুটবল)

সাবেক ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহাম মাঠের পারফরম্যান্স ছাড়াও তার স্টাইল ও জীবনযাপন নিয়ে বহুদিন আলোচনায় ছিলেন। ২০১৩ সালে অবসরে যাওয়ার পরও সামাজিক মাধ্যমে তাঁর অনুসারী ১৪ কোটি ৫২ লাখ। সাম্প্রতিক সময়ে ‘স্যার’ উপাধি পাওয়া বেকহাম বর্তমানে ইন্টার মায়ামির মালিক, যেখানে খেলেন মেসির মতো মহাতারকারা।

করিম বেনজেমা (ফুটবল)

রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সবকিছু জেতা ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা বর্তমানে সৌদি আরবের আল ইত্তিহাদে খেলছেন। তার অনুসারীর সংখ্যা ১৪ কোটি ১৭ লাখ।

শচীন টেন্ডুলকার (ক্রিকেট)

আন্তর্জাতিক ক্রিকেটে এক শ সেঞ্চুরির একমাত্র মালিক শচীন টেন্ডুলকার পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় এক যুগ আগে। তবু তাঁর জনপ্রিয়তা কমেনি একটুও। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যাটিং কিংবদন্তিকে অনুসরণ করেন ১৩ কোটি ১৫ লাখ মানুষ।

 

 

 

 

 

 

 

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!