বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে

১৮ জানুয়ারি ২০২৬, ০১:২২ AM
বিশ্বকাপের ট্রফি

বিশ্বকাপের ট্রফি © সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা দেখার স্বপ্ন পূরণে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য ৩৩০টি টিকিট বরাদ্দ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 'নন-প্লেয়িং কান্ট্রি' হিসেবে পাওয়া এই টিকিটগুলো সংগ্রহের জন্য আগামীকাল রবিবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

আজ জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

ইমরুল হাসান বলেন, ‘নন-প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। আগামীকাল থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য এই আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এরপর নির্দিষ্ট টিকিটের দাম পরিশোধ করতে হবে।’ বাফুফে খুব শীঘ্রই একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষকে এই প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানিয়ে দেবে।

সাধারণত বিশ্বকাপের টিকিটের জন্য প্রচুর আবেদন জমা পড়ে থাকে। বাফুফের টিকিট বণ্টনের ক্ষেত্রে নির্বাহী কমিটি, বিভিন্ন ক্লাব, সাবেক ফুটবলার ও সংগঠকরা বিশেষ প্রাধান্য পান। এছাড়া পৃষ্ঠপোষক, সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীদের পক্ষ থেকেও টিকিটের বিশাল চাহিদা থাকে। গতবারের তুলনায় এবার দল ও ভেন্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাফুফে তুলনামূলক বেশি টিকিট বরাদ্দ পেয়েছে।

অতীতে কাজী সালাউদ্দিনের সময়ে টিকিট বণ্টনের জন্য আলাদা কমিটি থাকলেও এবার নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সভাপতি তাবিথ আউয়ালের সরাসরি তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সীমিত সংখ্যক এই ৩৩০টি টিকিট কোন মানদণ্ডে সাধারণ মানুষ ও বিভিন্ন মহলের মধ্যে বণ্টন করা হয়, এখন সেটিই দেখার বিষয়। মূলত অনলাইন আবেদনের বাইরে ফিফা তার সদস্য দেশগুলোর ফেডারেশনের জন্য এই বিশেষ কোটা বরাদ্দ রেখে থাকে।

ক্রিকেটারদের সঙ্গে স্বচ্ছতা ও দায়বদ্ধতায় অটল সিলেট টাইটান্স 
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিকাশ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ১৮ জানুয়ারি ২০২৬
অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফাঁকা ৪৭ আসনে দু-এক দিনের মধ্যে প্রার্থী ঘোষণা: এহসানুল মা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড বাতিলের বিজ্ঞপ্তিটি ভ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
পাহাড়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9