বাংলাদেশ-ভারত ম্যাচ © সংগৃহীত
শুরু হয়েছে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ, যেখানে এবারও শিরোপার অন্যতম হট ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ। বৈশ্বিক এই মহারণে আজ যুবা টাইগারদের প্রতিপক্ষ ভারত। আগে ফিল্ডিংয়ে নেমে এরই মধ্যে ভারতের তিন উইকেট তুলে নিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ।
এদিকে বিপিএল ও আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের আলোচনার মধ্যেও যুব বিশ্বকাপ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে অনেকেরই প্রশ্ন, এই টুর্নামেন্টের ম্যাচগুলো কীভাবে দেখা যাবে?
বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে না। তবে হতাশ হওয়ার কারণ নেই। অ্যান্ড্রয়েড টিভি, যেকোনো স্মার্টফোন বা আইফোনসহ ইন্টারনেট সংযোগ থাকলেই র্যাবিটহোল বিডির ওয়েবসাইটে সব ম্যাচ সরাসরি দেখা যাবে। পাশাপাশি স্টার স্পোর্টস বিশ্বব্যাপী অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করবে।
ভারতে স্টার স্পোর্টসের পাশাপাশি জিও হটস্টারেও ম্যাচ দেখা যাবে। শ্রীলঙ্কায় স্টার স্পোর্টসের সঙ্গে সম্প্রচার করবে ডায়ালগ। নেপাল ও ভুটানে স্টার স্পোর্টস, সাব-সাহারান আফ্রিকায় সুপারস্পোর্ট, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকলাইফ, ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকায় ইএসপিএন সম্প্রচার করবে ম্যাচগুলো।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো টিভি, যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস, নিউজিল্যান্ডে স্কাই টিভি, অস্ট্রেলিয়ায় অ্যামাজন প্রাইম ভিডিও ম্যাচ দেখাবে। পাকিস্তানে মাইকো, তামাশা, এআরওয়াই জ্যাপ, ট্যাপম্যাড, পিটিভি ও জিও সুপার; আফগানিস্তানে এএফ স্পোর্টস ও লেমার টিভি এবং বিশ্বের সব অঞ্চলে আইসিসি টিভির মাধ্যমে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি উপভোগ করা যাবে।