বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এর আগে কতবার এসেছে

১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ AM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

ভারতের দিল্লি ও গুয়াহাটি সফর শেষে বিশ্বভ্রমণের অংশ হিসেবে আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে বাংলাদেশে আসছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। সোনালি এই ট্রফি বহনকারী বিশেষ বিমানটি সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে ট্রফি-বরণ অনুষ্ঠান শেষে এটি সরাসরি রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনের জন্য রাখা হবে। 

বাংলাদেশের ইতিহাসে এটি চতুর্থবারের মতো ট্রফি আগমনের ঘটনা; এর আগে ২০০২, ২০১৩ এবং ২০২২ সালের বিশ্বকাপের আগে ট্রফিটি ঢাকায় এসেছিল। আজ এক দিনব্যাপী সংক্ষিপ্ত সফর শেষে রাতেই ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করবে।

কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে পরিচালিত এই বিশ্বভ্রমণ কার্যক্রমটি ফিফার ৩০টি সদস্য দেশে ১৫০ দিনব্যাপী চলবে। গত ৩ জানুয়ারি সৌদি আরবে ইতালীয় কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হওয়া এই যাত্রা এবার বাংলাদেশে এসে পৌঁছেছে।

আরও পড়ুন: আজ ঢাকায় আসছে বিশ্বকাপের ট্রফি, দেখবেন যেভাবে

এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে ট্রফির সাথে থাকছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের তারকা রক্ষণাত্মক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফুটবলপ্রেমীদের জন্য এই দীর্ঘ ভ্রমণে ট্রফিটি মোট ৭৫টি জায়গায় থামবে এবং সফর শেষ হবে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে। আগামী ১২ জুন মেক্সিকোর বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিকে কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশগ্রহণ করে নির্বাচিত বিজয়ীরাই কেবল ট্রফিটি কাছ থেকে দেখার বিরল সুযোগ পাচ্ছেন। তবে দর্শকদের জন্য আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনায় জানানো হয়েছে যে, কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। এছাড়া ভেন্যুতে প্রবেশের জন্য বৈধ টিকিটের পাশাপাশি যাচাইয়ের প্রয়োজনে কোকা-কোলার ক্যাপ সঙ্গে আনা বাধ্যতামূলক করা হয়েছে। ভেন্যুতে ৭×১০ ইঞ্চির বড় কোনো ব্যাগ বহন করা বা ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোনো দেশ বা ফুটবল দলের পতাকা বহন করা যাবে না। উল্লেখ্য যে, আগামী ১১ জুন থেকে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২৩তম ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে।

কর্নেল অলিকে প্রধান আসামি করে সাতকানিয়া থানায় এজাহার
  • ১৪ জানুয়ারি ২০২৬
জাকসু নির্বাচনী দায়িত্বপালনকালে প্রয়াত শিক্ষিকার নামে জাবির…
  • ১৪ জানুয়ারি ২০২৬
বুয়েটের নামে খোলা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কর্তৃপক্ষের সতর্কতা
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল হামলার অভিযোগ
  • ১৪ জানুয়ারি ২০২৬
১১ দলের সংবাদ সম্মেলনে কি ইসলামী আন্দোলন আসছে, যা বললেন জাম…
  • ১৪ জানুয়ারি ২০২৬
চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9