সাইফ হাসান © সংগৃহীত
চলমান বিপিএল শেষেই টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। এর আগে অবশ্য বড় দুশ্চিন্তা ব্যাটারদের অফফর্ম, বিশেষ করে সহ-অধিনায়ক সাইফ হাসানকে ঘিরেই। ঢাকা ক্যাপিটালসের হয়ে ৬ ম্যাচে মাত্র ৪৮ রান করেছেন তিনি, যেখানে দুই অঙ্কের ঘরে গেছেন কেবল দু'বার।
এদিকে বিশ্বকাপের ঘোষিত স্কোয়াড এখনো চূড়ান্ত নয়। বাকি ম্যাচগুলোতে সাইফ যদি পারফরম্যান্সে ফিরতে না পারেন, তবে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তের মতো বিকল্পদের জায়গা করে নেওয়ার সম্ভাবনাও থাকছে। যদিও সাইফকে ফর্মে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে ঢাকা ক্যাপিটালস বলে জানালেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
এ নিয়ে মিঠুন বলেন, ‘আমরা তো ওকে ফর্মে ফেরানোর জন্য সব রকমের চেষ্টাই করছি। ওকে আমরা একটা ম্যাচ ব্রেক দিয়ে, মেন্টাল হেলথ ঠিক করে আনার চেষ্টা করেছি তারপর আবার ম্যাচে ফিরেছে।’
সাইফেরও চেষ্টার কমতি নেই জানান মিঠুন। তার ভাষ্যমতে, ‘পারফরম্যান্স তো আসলে বলে-কয়ে করতে পারবে না কেউ। ও চেষ্টা করছে না তা না। ও সর্বোচ্চটা চেষ্টা করছে। ও এখান থেকে আত্মবিশ্বাস নিয়ে গেলে ওর জন্যও ভালো দেশের জন্যও ভালো। আমরা শুধু সাপোর্ট করতে পারি। রান তো ওকেই করতে হবে।’
এ ছাড়া সাইফের পক্ষ নিয়ে মিঠুনের দাবি, শুধু সাইফই নন, ঢাকার কোনো ব্যাটারই তেমন ফর্মে নেই।
মিঠুন বলেন, ‘আমরা যেটাই করছি দিন শেষে ফলাফলের জন্য কাজে আসছে না। ব্যাটাররা ওপর থেকে করুক আর নিচ থেকে করুক দিন শেষে জেতাটাই ইম্পরট্যান্ট। ভুল সব দলই করে। আমাদের ভুল একটু বেশি প্রভাব ফেলছে ফলাফলে।’