ম্যানসিটি খেলোয়ারদের উদযাপন © সংগৃহীত ছবি
প্রতিপক্ষের জালে রীতিমতো গোলের উৎসব করে ৩৯ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল ম্যানচেস্টার সিটি। এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে লিগ ওয়ানের দল এক্সটার সিটিকে ১০-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। ১৯৮৭ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ১০টি গোল করার কীর্তি গড়ল ম্যান সিটি
এ দিন নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে ছিলেন না কোচ পেপ গার্দিওলা, কিন্তু তার অনুপস্থিতি দলের ধার কমায়নি এতটুকু। ম্যাচের ১২ মিনিটেই তরুণ ম্যাক্স অ্যালেনের গোলে শুরু হয় সিটির তাণ্ডব। ২৪ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে রদ্রি এক বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন। দীর্ঘ ২০ মাস পর জালের দেখা পেলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বিরতির আগেই এক্সটার সিটির দুই ডিফেন্ডার জেক ডয়েল-হেইস ও জ্যাক ফিটজওয়াটার দুটি আত্মঘাতী গোল করে বসলে স্কোরলাইন ৪-০ হয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও গোলের নেশা কমেনি সিটির। ৪৯ মিনিটে রিকো লুইস নিজের প্রথম গোল করেন। ৫৪ মিনিটে অভিষিক্ত খেলোয়াড় অ্যান্টোনি সেমেনিয়ো জালের দেখা পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেন। ৭১ মিনিটে টিজানি রেইন্ডার্স এবং ৭৯ মিনিটে নিকো ও’রেইলি গোল উৎসবে যোগ দিলে ব্যবধান দাঁড়ায় ৮-০। ৮৬ মিনিটে ১৭ বছর বয়সী তরুণ রায়ান ম্যাকাডু করেন নবম গোলটি। ম্যাচের ৯০ মিনিটে এক্সটার সিটির জর্জ বার্চ এক গোল পরিশোধ করে ব্যবধান কমালেও ইনজুরি টাইমে রিকো লুইস নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করলে ১০-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয়।
টানা তিন ম্যাচে ড্র করার পর এমন বিধ্বংসী জয় নিশ্চিতভাবেই ম্যানসিটির আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। ১৯৮৭ সালে হাডার্সফিল্ডের বিপক্ষে শেষবার ১০ গোল করেছিল সিটি। বড় এই জয়ের অনুপ্রেরণা নিয়ে এখন পরবর্তী লিগ ম্যাচ ও কারাবাও কাপের সেমিফাইনালের জন্য প্রস্তুতি নেবে গার্দিওলার দল।