বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে

৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ PM
কিলিয়ান এমবাপে

কিলিয়ান এমবাপে © সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিতে চলতি মৌসুমে অবিশ্বাস্য ছন্দে থাকা কিলিয়ান এমবাপের জন্য বছরটা শেষ হলো এক রাশ বিষাদ নিয়ে। লা লিগার শীর্ষ গোলদাতা হিসেবে বছর শেষ করলেও চোটের কারণে নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা খেলেন এই ফরাসি ফরোয়ার্ড। বাঁ-পায়ের হাঁটুর চোটের কারণে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি, যা রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার সকালে এমআরআই স্ক্যান করানোর পর এমবাপের হাঁটুতে লিগামেন্ট স্প্রেইন ধরা পড়ে। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, এই চোটের কারণে নতুন বছরের প্রায় পুরো এক মাস তাকে ছাড়াই মাঠে নামতে হবে লস ব্লাঙ্কোসদের। অথচ মাঝেমধ্যে হাঁটুতে অস্বস্তি অনুভব করলেও সেটিকে খুব একটা গুরুত্ব দেননি এমবাপে। এমনকি বছরের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক পঞ্জিকাবর্ষে ৫৯ গোলের রেকর্ডও স্পর্শ করেছিলেন তিনি। কিন্তু সেই উদ্‌যাপনের রেশ কাটতে না কাটতেই এল এই দুঃসংবাদ।

চলতি মৌসুমে রিয়ালের আক্রমণভাগ কতটা এমবাপে-নির্ভর, তা পরিসংখ্যানেই স্পষ্ট। লিগে ১৮ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও ৯টি গোল করেছেন তিনি। এমন ফর্মে থাকা একজন খেলোয়াড়কে হারানো কোচ আনচেলত্তির জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যখন লিগের পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে তারা ৪ পয়েন্ট পিছিয়ে আছে, তখন এমবাপের অনুপস্থিতি দলের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

সব কিছু ঠিক থাকলে এমবাপেকে ছাড়াই রিয়ালকে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচসহ চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে নামতে হবে। আগামী রবিবার বেতিসের বিপক্ষে ম্যাচের পর সুপারকোপার লড়াইয়ে সৌদি আরব যাবে রিয়াল মাদ্রিদ। সেখানে সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সম্ভাব্য ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে দলের সেরা তারকাকে না পাওয়া মাদ্রিদ শিবিরের জন্য এক বড় ক্ষতি। এখন দেখার বিষয়, এমবাপের অনুপস্থিতিতে আক্রমণভাগের হাল কে ধরেন।

ছিন্নমূলের পাশে দাঁড়িয়ে বছরের শেষ দিন উদযাপন করল ‘রূপসী শের…
  • ০১ জানুয়ারি ২০২৬
বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, চিনে ফেলায় দেয়া হয় আগ…
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল,…
  • ০১ জানুয়ারি ২০২৬
যোগাযোগে দক্ষ হয়ে ওঠার ১০ কার্যকরী কৌশল
  • ০১ জানুয়ারি ২০২৬
ঢাবির স্টাফ ও টিচার্স এরিয়া ব্যতীত ক্যাম্পাস এরিয়ায় আতশবাজি…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরের শেষ দিনে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬