তৃতীয় বিভাগের দলের সঙ্গে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপে
কিলিয়ান এমবাপে  © সংগৃহীত

স্পেনের তৃতীয় বিভাগের দল তালাভেরার সঙ্গে হাফ ছেড়ে বেঁচেছে রিয়াল মাদ্রিদ। গতকাল (বুধবার) রাতে কোপা দেল রের ম্যাচে তালাভেরাকে ৩-২ গোলে হারিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। তবে ম্যাচটা মোটেও সহজ ছিল না রিয়াল মাদ্রিদের জন্য। ২ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে তালাভেরা। চোখ রাঙাচ্ছিল তারা। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তালাভেরা। 

এদিন ম্যাচের শুরু থেকেই তালাভেরাকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। যদিও এদিন বেঞ্চে বসিয়ে রাখা হয় দলের গুরুত্বপূর্ণ সব খেলোয়ারকে। বেঞ্চে বসেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, জুড বেলিংহ্যাম ও অঁরেলিয়ে চুয়ামেনি। আর স্কোয়াডে আগে থেকেই ছিলেন না থিবো কোর্তোয়া। এই  ম্যাচে ৭০ শতাশং পজেশন এবং ২২ শটের মধ্যে ১০ লক্ষ্যে ছিল রিয়ালের। বিপরীতে তালাভেরা ১০ শটের চারটি লক্ষ্যে রাখতে পারে।

রিয়ালের পক্ষে এমবাপে দুটি গোল করেছেন, আরেকটি গোল আসে তালাভেরার আত্মঘাতী অবদানে। আর তালাভেরার হয়ে একটি করে গোল করেছেন নাহুয়েল আরোয়ো মাজোরা এবং গঞ্জালো ডি রেঞ্জো। প্রথমার্ধের শেষদিকে দ্বিগুণ লিড নেয় লস ব্লাঙ্কোসরা। ৪১ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙে পেনাল্টিতে। তালাভেরা ফরোয়ার্ডের হ্যান্ডবলে রিয়ালের সামনে সেই সুযোগটি আসে, যেখানে স্পট কিকে সফল এমবাপে। যোগ করা সময়ে এমবাপে দ্বিতীয় গোলের জন্য শট নেন, সেটি ক্লিয়ার করতে গিয়ে তালাভেরা ডিফেন্ডার ম্যানুয়েল ফারান্দো নিজেদের জালে জড়ান।

ম্যাচে ফিরতে মরিয়া ছিল স্পেনের তৃতীয় স্তরের দল তালাভেরা। ৮০ মিনিটে তাদের পক্ষে ব্যবধান কমান নাহুয়েল, কোনাকুনি শটে তিনি গোলটি করেছেন। মিনিট আটেক পর এমবাপের গোলেই ফের ব্যবধান বাড়ে রিয়ালের। ফরাসি অধিনায়ক এবার ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরলাইন ৩-১ করেন। যা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপের ২৮তম গোল। এদিকে, রিয়ালের মনে কাঁপন ধরিয়ে যোগ করা সময়ের প্রথম মিনিটে গঞ্জালোর গোলে তালাভেরা নাটকীয়তার ইঙ্গিত দেন। যদিও এরপর আর কোনো গোল হয়নি।

এই জয়ে কোপা দেল রের শেষ ষোলোতে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। তবে তা মোটেও স্বস্তিতে থাকতে দেবে না চাকরি হারাতে বসা রিয়াল কোচকে। তবুও হয়তো আলোনসো বিস্ময়করভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করবেন। লা লিগার ম্যাচে আগামী শনিবার সেভিয়ার মোকাবিলা করবে রিয়াল।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!