লা লিগায় রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে শীর্ষে উঠল বার্সেলোনা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ AM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ AM
লা লিগায় ঘরের মাঠে দারূণ জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। শনিবার (২৯ নভেম্বর) রাতে বার্সেলোনার ঘরের মাঠ কাম্প ন্যুয়ে অনুষ্ঠিত ম্যাচে আলাভেসকে ৩–১ গোলে হারিয়ে লামিন ইয়ামালরা। দানি ওলমো দুই গোল ও ইয়ামাল একটি করে গোল করেন।
এই জয়ে ১৪ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সা। ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ, তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। রবিবার জিরোনার বিপক্ষে জিতলে আবারও শীর্ষে ফেরার সুযোগ আছে কার্লো আনচেলত্তির দলের সামনে।
এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। আলাভাসের ডিফেন্ডার ইবানেসের গোলে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় অতিথিরা। তবে সেই চাপ বেশিক্ষণ টিকতে দেয়নি কাতালান দল। অষ্টম মিনিটে দারূণ এক আক্রমণে দানি ওলমোর কাটব্যাক ধরে দুর্দান্ত শটে সমতায় ফেরান ইয়ামাল।
চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ৩–০ গোলে হারের পর সমালোচনার মুখে থাকা ইয়ামাল এ ম্যাচে গোল করে ফিরেছেন চেনা ছন্দে। ২৬তম মিনিটে রাফিনিয়ার পাস ধরে পেনাল্টি স্পটের কাছে থেকে প্রথম ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন ওলমো। ফলে বিরতিতে যাওয়ার আগেই ২–১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
প্রথমার্ধে দুই দলই সাতটি করে শট নেয়, কিন্তু বিরতির পর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা। আলাভেস দ্বিতীয়ার্ধে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি, বিপরীতে বার্সেলোনা আক্রমণ চালিয়ে গেছে নিয়মিত। লেভানদোভস্কির দুটি হেড ও ইয়ামালের কয়েকটি সুযোগ ফিরিয়ে দেন আলাভেস গোলরক্ষক।
অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামালের থ্রু পাস ধরে কোনাকুনি শটে ওলমো তার দ্বিতীয় গোল করেন। ফলে ৩–১ ব্যবধানে নিশ্চিত হয় বার্সেলোনার গুরুত্বপূর্ণ জয়।