পর্তুগালের বিশ্বকাপ জয়ের পর যা বললেন রোনালদো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০১:১৩ PM
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছে পর্তুগাল। বৃহস্পতিবার রাতে কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পর্তুগাল। তিন বছর আগে কাতার থেকে হতাশা নিয়ে ফিরতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। সেখানে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল পর্তুগাল। কিন্তু এবার রোনালদোকে ‘ছোট’দের পর্তুগাল আর হতাশ করেনি। কাতার থেকে ঠিকই বিশ্বকাপ জিতে বাড়ি ফিরেছে।
বৃহস্পতিবারের ফাইনালে দলের একমাত্র গোলটি আসে ৩২তম মিনিটে। বেনফিকা ফরোয়ার্ড আনিসিও কাবরাল কাছ থেকে শট নিয়ে জাল খুঁজে পান। এটি ছিল তার টুর্নামেন্টের সপ্তম গোল। এই শিরোপা পর্তুগালের ফুটবলে নতুন ইতিহাস তৈরি করেছে। তারা পুরো টুর্নামেন্টেই অপরাজিত ছিল। সেমিফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে তারা ফাইনালে ওঠে।
জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। পর্তুগালের মহানায়ক ছোটদের সব টুর্নামেন্টেই নিয়মিত নজর রাখেন। তিনি সবসময়ই পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেন। তিনি একবার বলেছিলেন, ‘নিজের দেশকে প্রতিনিধিত্ব করার মতো কোনো অনুভূতি নেই।’ ফাইনালের পর রোনালদো তার ৬৬৮ মিলিয়ন ফলোয়ার থাকা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। তিনি লেখেন, ‘জায়ান্টস! অভিনন্দন, বিশ্ব চ্যাম্পিয়নস!’
কাতারের এই টুর্নামেন্ট ছিল বিশেষ কিছু। এবার প্রথমবারের মতো প্রতিযোগিতায় ৪৮টি দল অংশ নেয়। দু’বছর পর পর নয়, এখন থেকে প্রতিবছরই হবে এই আসর। ২০২৫ থেকে ২০২৯ পর্যন্ত টানা পাঁচ বছর কাতার আয়োজক দেশ থাকবে।
টুর্নামেন্টে বেশিরভাগ ম্যাচ হয়েছে দোহার অ্যাসপায়ার জোনে। ছোট পরিসরে আধুনিক সব স্টেডিয়াম থাকার কারণে দর্শকেরা একদিনে একাধিক ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। বিশ্বকাপ ২০২২-এর পর তৈরি অবকাঠামো এবারও বড় সুবিধা দিয়েছে। তরুণদের আন্তর্জাতিক ফুটবলে আরও সুযোগ দিতে ফিফা এই নতুন ফরম্যাট চালু করেছে।