ট্রফি © সংগৃহীত
শুরু হয়ে গেছে বিশ্বকাপের বছর ২০২৬, এ বছর ফুটবল বিশ্বকাপের পাশাপাশি ক্রিকেটের টি–টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। তবে শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ নয় ২০২৬ ক্রীড়াবর্ষ। ক্রিকেট, ফুটবলসহ আন্তর্জাতিক টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ ও ঘরোয়া লিগ মিলিয়ে ঠাসা এক সূচিরই দেখা মিলবে।
ক্রিকেটে পুরুষ ও নারী—দু’দলেরই টি–টোয়েন্টি বিশ্বকাপ থাকায় বছরজুড়েই ব্যস্ত থাকবে আন্তর্জাতিক ক্যালেন্ডার। পাশাপাশি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ, টেস্ট ও ওয়ানডে সিরিজও চলবে সমানতালে।
অন্যদিকে ফুটবলেও বিশ্বকাপকে কেন্দ্র করে প্রস্তুতি ম্যাচ, বাছাইপর্ব ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঠাসা থাকবে বছরজুড়ে সূচি। সব মিলিয়ে খেলোয়াড়দের জন্য যেমন এটি হবে চ্যালেঞ্জিং এক বছর, তেমনি দর্শকদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চে ভরা ব্যস্ত এক ক্রীড়াবর্ষ।
ক্রিকেট:
* ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: (১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি, জিম্বাবুয়ে ও নামিবিয়া)
* বিপিএল ফাইনাল: (২৩ জানুয়ারি, ঢাকা)
* ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: (৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ, ভারত ও শ্রীলঙ্কা)
* পিএসএল: (২৬ মার্চ থেকে ৩ মে, পাকিস্তান)
* আইপিএল: (২৬ মার্চ থেকে ৩১ মে, ভারত)
* মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: (১২ জুন থেকে ৫ জুলাই, ইংল্যান্ড)
ফুটবল:
* আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল: (১৮ জানুয়ারি, মরক্কো)
* এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ: (৬ থেকে ২৪ জানুয়ারি, সৌদি আরব)
* এএফসি নারী এশিয়ান কাপ: (১ থেকে ২১ মার্চ, অস্ট্রেলিয়া)
* ২০২৬ ফিনালিসিমা (আর্জেন্টিনা ও স্পেন): (২৭ মার্চ, কাতার)
* ইংলিশ লিগ কাপ ফাইনাল: (২২ মার্চ, লন্ডন)
* এফএ কাপ ফাইনাল: (১৬ মে, লন্ডন)
* ইউরোপা লিগ ফাইনাল: (২০ মে, ইস্তাম্বুল)
* মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: (২৩ মে, অসলো)
* কনফারেন্স লিগ ফাইনাল: (২৭ মে, লিপজিগ)
* উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: (৩০ মে, বুদাপেস্ট)
* ২০২৬ ফিফা বিশ্বকাপ: (১১ জুন থেকে ১৯ জুলাই, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো)
* কোপা লিবার্তাদোরেস ফাইনাল: (২৮ নভেম্বর, উরুগুয়ে)
টেনিস:
* অস্ট্রেলিয়ান ওপেন: (১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি, মেলবোর্ন)
* ফরাসি ওপেন: (২৪ মে থেকে ৭ জুন, প্যারিস)
* উইম্বলডন: (২৯ জুন থেকে ১২ জুলাই, লন্ডন)
* ইউএস ওপেন: (৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর, নিউইয়র্ক)
গেমস:
* শীতকালীন অলিম্পিক: (৬ থেকে ২২ ফেব্রুয়ারি, মিলান)
* কমনওয়েলথ গেমস: (২৩ জুলাই থেকে ২ আগস্ট, গ্লাসগো)
* এশিয়ান গেমস: (১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর, জাপান)
* যুব অলিম্পিক: (৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর, সেনেগাল)
অ্যাথলেটিক্স:
* বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ: (২০ থেকে ২২ মার্চ, পোল্যান্ড)
* ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: (১০ থেকে ১৬ আগস্ট, বার্মিংহাম)
হকি:
* ২০২৬ হকি বিশ্বকাপ: (১৪ থেকে ৩০ আগস্ট, বেলজিয়াম ও নেদারল্যান্ডস)
ফুটসাল:
* এএফসি ফুটসাল এশিয়ান কাপ: (২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া)
সাঁতার:
* ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: (৩১ জুলাই থেকে ১৬ আগস্ট, প্যারিস)
রাগবি:
* রাগবি লিগ বিশ্বকাপ: (১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর, অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি)