আজই শেষ হচ্ছে ক্যাভালরির সঙ্গে শমিতের চুক্তি, নতুন গন্তব্য কোথায়?

৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ PM
শমিত সোম

শমিত সোম © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৮ বছর বয়সী মিডফিল্ডার শমিত সোমের সঙ্গে কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির চুক্তির মেয়াদ আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) শেষ হচ্ছে। এর ফলে আগামীকাল থেকে তিনি একজন ফ্রি এজেন্ট বা ক্লাববিহীন ফুটবলারে পরিণত হতে যাচ্ছেন। ২০২৩ সালে ক্যাভালরিতে যোগ দেওয়া এই ফুটবলার দীর্ঘ ১০ বছর ধরে কানাডার লিগে নিয়মিত খেলছেন।

শমিতের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৬ সালে এফসি এডমন্টনের হাত ধরে। মাঝপথে ২০২১ সালেও তিনি একবার ক্লাবহীন হয়ে পড়েছিলেন, তবে পরের বছরেই ফেস এফসিতে যোগ দিয়ে মাঠে ফেরেন। এরপর ধারে পুনরায় নিজের পুরনো ক্লাব এডমন্টন ঘুরে সর্বশেষ ক্যাভালরির জার্সি গায়ে জড়ান তিনি। দীর্ঘ এক দশকের এই অভিজ্ঞতায় শমিত কানাডার ফুটবলে নিজের এক আলাদা পরিচিতি তৈরি করেছেন।

চুক্তি শেষ হয়ে এলেও শমিতের পরবর্তী গন্তব্য নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। ফুটবল দলবদলের বাজারেও তাকে নিয়ে তেমন কোনো গুঞ্জন নেই। তবে ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, বর্তমানে শমিতের বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার সমান। ফলে কোনো ক্লাব তাকে দলে নিতে চাইলে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাবদ বড় অংকের অর্থই গুণতে হবে।

গত এপ্রিলে শমিত সোম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সেই সময়েই দেশের একটি বড় ক্লাব তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছিল বলে শোনা যায়। তবে শমিতের এজেন্টের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে, ক্যাভালরির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগে তারা অন্য কোনো ক্লাবে যাওয়ার বিষয়ে ভাবছেন না। এখন যেহেতু শমিত ফ্রি এজেন্ট হচ্ছেন, তাই বাংলাদেশের ফুটবলাঙ্গনে তাকে ঘিরে নতুন কোনো আলোচনার সৃষ্টি হয় কি না, সেটাই দেখার বিষয়।

বিপিএল চলাকালেই আরেক তারকাকে দলে ভেড়াল রাজশাহী ওয়ারিয়র্স
  • ০১ জানুয়ারি ২০২৬
বদলি নিয়ে মাউশির চিঠি পায়নি মন্ত্রণালয়
  • ০১ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্বামীর হাত ফসকে গৃহবধূর মর্মান্তিক …
  • ০১ জানুয়ারি ২০২৬
বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী আফরোজার বহুতল ভবনসহ জমি জব্দের…
  • ০১ জানুয়ারি ২০২৬
২০২৫ সালে নগদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন রেকর্ড
  • ০১ জানুয়ারি ২০২৬
তাইওয়ান হতে পারে আপনার পছন্দের গন্তব্য
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!