ফিফা দ্য বেস্ট: কার হাতে উঠল কোন পুরস্কার

বছরের সেরা ফুটবল পারফরমার
বছরের সেরা ফুটবল পারফরমার  © সংগৃহীত

কাতারের দোহায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরের সেরা পারফরমারদের হাতে তুলে দেওয়া হয় ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কারগুলো। এবারের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফ্রান্সের উসমান দেম্বেলে ও স্পেনের মিডফিল্ডার আইতানা বোনমাতি। ইতিহাস গড়ে প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার বর্ষসেরা বোনমাতি।

এদিন আরও ১০টি ভিন্ন ক্যাটাগরিতে সেরাদের সম্মাননা দেওয়া হয়। কোন বিভাগে কার হাতে পুরস্কার উঠেছে, একনজরে দেখে নেওয়া যাক...

বর্ষসেরা নারী ফুটবলার- আইতানা বোনমাতি

বর্ষসেরা পুরুষ ফুটবলার- উসমান দেম্বেলে

বর্ষসেরা নারী গোলকিপার- হান্না হ্যাম্পটন

বর্ষসেরা পুরুষ গোলকিপার- জিয়ানলুইজি দোনারুমা

বর্ষসেরা নারী কোচ- সারিনা ভিয়েগমান

বর্ষসেরা পুরুষ কোচ- লুইস এনরিকে

মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী)- লিজবেথ ওভালে

পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, পুরুষ)- সান্তিয়াগো মন্তিয়েল

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড- জাখো এসসির ভক্তরা

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- ড. হারলাস নিউকিং, এসএসভি জান রেগেনসবার্গ

বর্ষসেরা পুরুষ দল: 
গোলরক্ষক- জিয়ানলুইজি দোনারুমা, 

ডিফেন্ডার- আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্ডেস

মিডফিল্ডার- কোল পালমার, ভিতিনহা, পেদ্রি, জুড বেলিংহাম,। 

ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল


বর্ষসেরা নারী দল:

গোলকিপার- হান্না হ্যাম্পটন 

ডিফেন্ডার- ওনা বাতলে, আইরিন পারেদেস, লিয়া উইলিয়ামসন, লুসি ব্রোঞ্জ

মিডফিল্ডার- ক্লাউদিয়া পিনা, পাত্রি গুইজারো, আইতানা বোনমাতি 

ফরোয়ার্ড- অ্যালেক্সিয়া পুতেলাস, আলেসিয়া রুসো, মারিওনা কালদেনতি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence