বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি, দেখবেন যেভাবে

 বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি  © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ কে সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে জানান, এই ট্রফি ট্যুরের মূল লক্ষ্য ফুটবলের আবেগ ও উত্তেজনাকে ভক্তদের আরও কাছে পৌঁছে দেওয়া। একটি বিশ্বকাপ ম্যাচ দেখার সময় যে অনুভূতি তৈরি হয়, সেই আবেগ উদযাপন করতেই বাংলাদেশে ট্রফিটি আনা হচ্ছে বলে জানান তিনি।

বিশ্বব্যাপী এই ট্রফি ট্যুরের অংশ হিসেবে ৩০টি ফিফা সদস্য দেশে ৭৫টি স্থানে প্রায় ১৫০ দিন সফর করবে বিশ্বকাপ ট্রফি। ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, কোকা-কোলার সঙ্গে ফিফার দুই দশকের অংশীদারিত্ব ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপের রোমাঞ্চ পৌঁছে দিয়েছে।

বাংলাদেশি ভক্তদের জন্য কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইন। ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে কিউআর কোড স্ক্যান করে কুইজে অংশ নিলেই ট্রফি দেখার টিকিট ও ছবি তোলার সুযোগ পাওয়া যাবে। এই ক্যাম্পেইন চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এবারই অংশ নেবে সবচেয়ে বেশি দল ৪৮ দল, তেমনি অনুষ্ঠিত হবে সবচেয়ে বেশি ম্যাচও।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!