আন্তবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে ফাইনালে এআইইউবি, টাইব্রেকারে ফারইস্টের হতাশা

এআইইউবির নায়ক হয়ে ওঠেন গোলকিপার রাজীব ইসলাম
এআইইউবির নায়ক হয়ে ওঠেন গোলকিপার রাজীব ইসলাম  © সংগৃহীত

তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)। জাতীয় স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

নির্ধারিত ৭০ মিনিটে ম্যাচটি ছিল ২–২ সমতায়। পরে টাইব্রেকারে ৬–৫ গোলে জয় পায় গত আসরের রানার্সআপ এআইইউবি। পুরো ম্যাচে দুবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে দলটি। টাইব্রেকারেও একপর্যায়ে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত অসাধারণ দৃঢ়তায় জয় তুলে নেয় তারা।

টাইব্রেকারে এআইইউবির নায়ক হয়ে ওঠেন গোলকিপার রাজীব ইসলাম। গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর হয়ে দেশের শীর্ষ লিগে খেলা এই গোলরক্ষক দুটি গুরুত্বপূর্ণ শট আটকে দলকে ফাইনালে পৌঁছে দেন। তাঁর অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জেতেন রাজীব।

টাইব্রেকারে প্রথম চারটি শটে দুই দলই গোল করে। পঞ্চম শটে এআইইউবির আজিজুল হক অনন্তর শট পোস্টে লাগলে কিছুটা চাপ তৈরি হয়। তবে প্রতিপক্ষ ফারইস্টের গোলকিপার আরমান হোসেনের শট ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন রাজীব। তখন স্কোর দাঁড়ায় ৪–৪।

সাডেন ডেথে প্রথম শটে দুই দলই গোল করে (৫–৫)। ষষ্ঠ শটে এআইইউবি গোল করলেও ফারইস্টের সালমান গোল করতে ব্যর্থ হন। তাঁর শট আটকে দেন রাজীব। উল্লেখ্য, আরমান ও সালমান দুই ভাই এবং দুজনই টাইব্রেকারে শট মিস করেন। শেষ পর্যন্ত ৬–৫ গোলে জয় নিশ্চিত করে এআইইউবি।

মূল ম্যাচে এআইইউবির দাপট থাকলেও প্রথমে এগিয়ে যায় ফারইস্ট। ৩০ মিনিটে ব্রাদার্স ইউনিয়নের ফরোয়ার্ড মেরাজ প্রধান গোল করে দলকে এগিয়ে দেন। ৪৪ মিনিটে এআইইউবির আরিফুল হক সমতা ফেরান। ৫৪ মিনিটে আবার মেরাজ গোল করে ফারইস্টকে এগিয়ে নেন। তবে ৫৯ মিনিটে গোলাম রাব্বির গোলে ২–২ সমতায় ফেরে ম্যাচ, যা গড়ায় টাইব্রেকারে।

ফারইস্ট আজ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি। বাংলাদেশ লিগের ম্যাচ থাকায় খেলতে পারেননি আসাদুল মোল্লা, পাপ্পু হোসেন, এমএস বাবলু, স্বাধীন হোসেনসহ একাধিক ফুটবলার। প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ফুটবলার মেরাজ প্রধান দুই গোল করেও দলকে জয় এনে দিতে পারেননি।

অন্যদিকে এআইইউবি দলে ছিলেন প্রিমিয়ার লিগের অভিজ্ঞ ফুটবলাররা। আরামবাগের ওমর ফারুক মিঠু ও আক্কাস আলী, মোহামেডানের সৌরভ দেওয়ান, আজিজুল হক ও জাহিদ হাসান ছিলেন দলের শক্তি। আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় খেলতে পারেননি আলফাজ মিয়া।

ম্যাচসেরার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধান ও জাতীয় দলের অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. মঞ্জুর ই খোদা তরফদারসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গত বছর ফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে হেরেছিল এআইইউবি। এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গণ বিশ্ববিদ্যালয় ও চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। ম্যাচটি আজই জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence