মেসির সঙ্গে ছবি তুলতে খরচ করতে হবে সাড়ে ১৩ লাখ টাকা

লিওনেল মেসি
লিওনেল মেসি  © সংগৃহীত

ভারতের হায়দরাবাদে লিওনেল মেসিকে ঘিরে চলছে উৎসবের প্রস্তুতি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে দেখতে মুখিয়ে আছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুরে’র অংশ হিসেবে আগামী শনিবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদে পৌঁছানোর কথা আর্জেন্টাইন অধিনায়কের।

আয়োজকেরা জানিয়েছে, সেদিন মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন মাত্র ১০০ জন। এ সুযোগ পেতে হলে জনপ্রতি খরচ করতে হবে ৯.৯৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। ছবির ভেন্যু নির্ধারণ করা হয়েছে হায়দরাবাদের ঐতিহাসিক ফালাকনুমা প্যালেস হোটেল। আগ্রহীরা অনলাইনে বিশেষ অ্যাপের মাধ্যমে বুকিং করতে পারবেন।

শনিবার বিকেল ৪টায় হায়দরাবাদ বিমানবন্দরে পৌঁছাবেন মেসি। সেখান থেকে সরাসরি যাবেন উপল স্টেডিয়ামে, যেখানে সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ঘণ্টার বর্ণিল অনুষ্ঠান। মেসির সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো দে পল এবং দীর্ঘদিনের বন্ধু উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম দফা ভর্তি শেষে আসন শূন্য থাকলে পূরণ হবে যেভাবে

অনুষ্ঠানের শুরুতেই রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে ২০ মিনিটের একটি প্রীতি ম্যাচ, যেখানে সিঙ্গারেনি আরআর–৯ দলের বিপক্ষে খেলবে অপর্ণা মেসি অল স্টারস। এই ম্যাচে দুই দলের মোট ১৫ জন শিশু অংশ নেবে। ম্যাচের শেষ পাঁচ মিনিট খেলবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

এর পাশাপাশি শিশুদের ফুটবল কৌশল শেখাবেন মেসি, সুয়ারেজ ও দে পল। পরে তারা অংশ নেবেন পাঁচ মিনিটের একটি বিশেষ পেনাল্টি শুটআউটে। অনুষ্ঠান শেষে মেসি দলবল নিয়ে রাতটি কাটাবেন হায়দরাবাদে এবং রোববার সকালে যাবেন মুম্বাই।

১৩ ডিসেম্বর সকালে মেসির ভারত সফর শুরু হবে কলকাতায়। সেখানে তার ভাস্কর্য উন্মোচন করা হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়ে বিকেলে মেসি রওনা দেবেন হায়দরাবাদের পথে। হায়দরাবাদের পর তিনি মুম্বাই হয়ে যাবেন দিল্লিতে, যেখানে ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence