শুক্রবার ভারতে যাচ্ছেন মেসি; একনজরে পূর্ণাঙ্গ সফরসূচি

লিওনেল মেসি
লিওনেল মেসি   © সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-কে ঘিরে পুরো ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উন্মাদনা। দীর্ঘ ১৪ বছর পর ২০১১ সালের পর প্রথমবার ভারতে পা রাখছেন এই বিশ্বকাপজয়ী কিংবদন্তি। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর তিন দিনে চারটি গুরুত্বপূর্ণ শহরে একাধিক অনুষ্ঠান ও বিশেষ আয়োজনে অংশ নেবেন তিনি।

সূচি অনুযায়ী, কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই এবং নয়াদিল্লি ভ্রমণ করবেন মেসি। সফরের শেষদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার সঙ্গে সফরের কয়েকটি পর্বে যোগ দেবেন সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ট্যুর প্রোমোটর শতদ্রু দত্ত নিশ্চিত করেছেন, দুজনেই মুম্বাইয়ের নানা আয়োজনে অংশ নেবেন।

১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘গোট কনসার্ট’-এ অংশ নেওয়ার পাশাপাশি লেক টাউন মোড়ের কাছে মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উন্মোচন করার কথা ছিল। প্রথমিক পরিকল্পনা অনুযায়ী, মেসি সরাসরি উপস্থিত থাকার কথা থাকলেও সাম্প্রতিক নিরাপত্তাজনিত বিবেচনায় সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। এখন হোটেল থেকে ভার্চ্যুয়ালি ভাস্কর্যটি উদ্বোধন করবেন মেসি, এ তথ্য নিশ্চিত করেছেন শতদ্রু।

এই লেক টাউন মোড়টিই একসময় স্বাগত জানিয়েছিল আরেক ফুটবল সম্রাট দিয়েগো ম্যারাডোনাকে। কয়েক বছর আগে এখানেই নিজের মূর্তি উন্মোচন করেছিলেন তিনি। এবার একইস্থানে মেসির ভাস্কর্য উদ্বোধনকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ কলকাতায়।

শুক্রবার গভীর রাতে শহরে পৌঁছে পূর্বাঞ্চল বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে উঠবেন মেসি। পরদিন থেকেই শুরু হবে তার তিনদিনব্যাপী ব্যস্ত সূচি। হায়দরাবাদ পর্বে তরুণ ফুটবলারদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিক আয়োজন করা হবে, যেখানে মেসি, সুয়ারেজ ও ডি পল সরাসরি শিশুদের প্রশিক্ষণ দেবেন, সবমিলিয়ে ভারতীয় ফুটবলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।

মেসির ভারত সফরের পূর্ণ সময়সূচি:

১৩ ডিসেম্বর: কলকাতা

দিবাগত রাত ১:৩০: আগমন

সকাল ৯:৩০–১০:৩০: মিট অ্যান্ড গ্রিট

সকাল ১০:৩০–১১:১৫: মেসির মূর্তি ভার্চুয়াল উদ্বোধন

বেলা ১১:১৫–১২টা: যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগমন

দুপুর ১২–১২:৩০: প্রীতি ম্যাচ, সম্মাননা, আলাপচারিতা

দুপুর ২: হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা

১৩ ডিসেম্বর: হায়দরাবাদ

সন্ধ্যা ৭টা: উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ মেসি ও মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডিকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪ ডিসেম্বর: মুম্বাই

বিকেল ৩:৩০: সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট

বিকেল ৪টা: সেলিব্রিটি ফুটবল ম্যাচ

বিকেল ৫টা: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইভেন্ট+চ্যারিটি ফ্যাশন শো

১৫ ডিসেম্বর: নয়াদিল্লি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ

দুপুর ১:৩০: অরুণ জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা

টিকিটের মূল্য:

কলকাতা: শুরু ৪,৩৬৬ রুপি 

হায়দরাবাদ: শুরু ২,২৫০ রুপি

দিল্লি: শুরু ৭,৬৭০ রুপি

মুম্বাই: শুরু ৭,০৮০ রুপি


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence