৫০ কিংবদন্তি খেলোয়াড়ের তালিকা প্রকাশ করল বিকেএসপি, সাকিব আল হাসানসহ যারা আছেন তালিকায়

৫০ কিংবদন্তির খেলোয়াড়ের তালিকা প্রকাশ করল বিকেএসপি
৫০ কিংবদন্তির খেলোয়াড়ের তালিকা প্রকাশ করল বিকেএসপি  © সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩৯ বছরের সাফল্যের যাত্রায় অবদান রাখা দেশের সেরা ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেএসপির অডিও–ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই নামফলক উন্মোচন ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। তিনি লিজেন্ডদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তরীয় তুলে দেন। পরে র‍্যালিতে অংশ নেন এবং প্রশাসনিক ভবনের বিপরীত পাশে স্থাপিত ‘বিকেএসপি লিজেন্ডস’ নামফলক উন্মোচন করেন।

বিভিন্ন সময় আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি, সাঁতার, টেনিস, বাস্কেটবল ও বক্সিংয়ের সাবেক শিক্ষার্থীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

লিজেন্ড তালিকায় যারা আছেন

আর্চারি:
মো. হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকি, আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম।

অ্যাথলেটিক্স:
বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুই, মেজবাহ আহমেদ, মো. জহির রায়হান, শিরিন আক্তার।

ক্রিকেট:
এ এম নাইমুর রহমান দুর্জয়, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মমিনুল হক, লিটন দাস, মারুফা আক্তার।

ফুটবল:
মো. মাসুদ রানা, হাসান আল মামুন, মো. মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, মো. জাহিদ হাসান এমিলি, মো. জাহিদ হোসেন, মো. মামুনুল ইসলাম, হেমন্ত ভিন্সেন্ট বিশ্বাস, আঁখি খাতুন, মো. রহমত মিয়া, ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, শেখ মোরসালিন।

হকি:
আ ন ম মামুন-উর রশীদ, মোহাম্মদ আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মো. মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি, মো. মামুনুর রহমান চয়ন।

শুটিং:
আসিফ হোসেন খান, শারমিন আক্তার, আব্দুল্লাহ হেল বাকি।

সাঁতার:
কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর, মাহাফুজা খাতুন শিলা।

বাস্কেটবল:
মিঠুন কুমার বিশ্বাস, মো. সামসুজ্জামান খান, মো. খালেদ মাহমুদ আকাশ।

বক্সিং:
মো. আব্দুর রহিম।

টেনিস:
এস কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

বিকেএসপি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রাখা সাবেক শিক্ষার্থীদের সম্মান জানাতে প্রতি বছর এ ধরনের তালিকা হালনাগাদ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence