নিরাপত্তা শঙ্কায় মেসিকে সরিয়ে নেওয়া হলো স্টেডিয়াম থেকে, দর্শকের ক্ষোভ মাঠে

যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসি
যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসি  © সংগৃহীত

লিওনেল মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা খুব কমই এসেছে। অসংখ্য ম্যাচ, শিরোপা আর উন্মাদ দর্শক দেখলেও নিরাপত্তা ঝুঁকির কারণে এভাবে মাঠ ছাড়তে হয়নি কখনো তাকে। ভারত সফরে এসে সেই বিরল ও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন ফুটবল ইতিহাসের এ মহাতারকা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলের সঙ্গে যুবভারতী স্টেডিয়ামে প্রবেশ করেন মেসি। গ্যালারিভর্তি দর্শকের উচ্ছ্বাসে শুরুতে তিনি নিজেও উৎফুল্ল ছিলেন। তবে গাড়ি থেকে নামার পরপরই বেশ কয়েকজন তাকে ঘিরে ধরলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে প্রায় ২০ মিনিট ধরে গ্যালারি থেকে মেসির কোনো দেখা মেলেনি। 

এ সময় যার ফলে দর্শকরা ক্ষিপ্ত হন, পানির বোতল ছুঁড়ে ফেলেন মাঠে। ব্যানার ছিঁড়ে ফেলা হয়, হোর্ডিংয়েরও একই দশা হয়েছে। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা শঙ্কায় মাত্র পাঁচ মিনিটের মধ্যেই যুবভারতী স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন মেসি। মাত্র ২০ মিনিটেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় মেসিকে। দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সূচি ছিল মেসির। তার আগেই মাঠ ছাড়তে হয় তাকে।

জানা গেছে, তাকে এক নজর দেখতে সল্ট লেকের এ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অন্তত এক লাখ দর্শক। তবে মেসিকে ঘিরে সৃষ্ট ভিড় সামাল দিতে ব্যর্থ হয় স্থানীয় পুলিশ-প্রশাসন ও আয়োজকরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence