জর্ডানকে হারিয়ে আরব কাপ জিতল মরক্কো
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ AM
আরব কাপের ফাইনালে জমজমাট লড়াই উপহার দিল মরক্কো ও জর্ডান। কাতারে লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে অতিরিক্ত সময়ে জর্ডানকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মরক্কো।
বৃহস্পতিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মরক্কো। চতুর্থ মিনিটেই ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন ওসামা তান্নান। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।
বিরতির পর শুরুতেই ম্যাচে ফেরে জর্ডান।কর্নার থেকে দ্রুত গতির বলে মোহান্নাদ আবু তাহার ক্রসে হেডে গোল করেন আলি ওলওয়ান। ৬৮তম মিনিটে ভিএআরে দেওয়া পেনাল্টি থেকে গোল করে জর্ডানকে ২–১ ব্যবধানে এগিয়ে নেন ওলওয়ান।
তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে সমতায় ফেরে মরক্কো। ৮৭তম মিনিটে গোলরক্ষকের ঠেকানো বল ফিরে পেয়ে কাছ থেকে জাল খুঁজে নেন আব্দেররাজ্জাক হামেদ-আল্লাহ। অফসাইডের আপত্তি থাকলেও ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে আবারও নায়ক হন আব্দেররাজ্জাক। কর্নার থেকে পাওয়া বলে সহজ ফিনিশিংয়ে গোল করে মরক্কোকে ৩–২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে আরব কাপে নিজেদের দ্বিতীয় শিরোপার উৎসব করে মরক্কো। এর আগে ২০১২ সালে প্রথমবার ফাইনালে খেলেই শিরোপা জিতেছিল দলটি।
আরব কাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই সামনে আরেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে মরক্কোর জন্য। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সে মাঠে নামতে হবে তাদের।